নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু পেলে লিখি, নিয়মিত ব্লগার না।

সুখে থাকতে ভুতে কিলায়, কথাটা প্রাচীন প্রবাদ। কিন্তু কাউকে সুখে থাকতে দেখলেও ইদানীং অনেকে ভুতের কিল খায়, কেন খায় জানি না।

doha057

মতের অমিল হওয়াটা কখনই খারাপ কিছু নয়। মতের অমিল রয়েছে বলেই আলোচনা-সমালোচনার আবির্ভাব ঘটেছে। পৃথিবীর সবাই যদি একই রকম ভাবতো তাহলে পৃথিবীও ঘূর্ণন বন্ধ করে দিত। তবে মতের অমিল যুক্তি দিয়ে খণ্ডানো উচিৎ আর যুক্তি খণ্ডানো সম্ভব না হলে উদারচিত্তে কারো মন্তব্য মেনে নেয়া উচিৎ।

doha057 › বিস্তারিত পোস্টঃ

মেয়েরাই মেয়েদের বড় শত্রু

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

হারামি ছেলেরা হারামি আর লম্পট ছেলেরা লম্পট, এর বেশী কিছু না। অনেক মেয়েদের বলতে শোনা যায়, সব ছেলে খারাপ, পুরুষ জাতটাই খারাপ ইত্যাদি ইত্যাদি। এর উত্তরও বের করেছে কেউ, বলি তোমাকে সব ছেলেদের ট্রাই করতে বলছে কে ;) আসলে সমষ্টিগত ভাবে গালি দেয়া নতুন কিছু না, চৌদ্দগোষ্ঠী উদ্ধার সবসময়ই ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ব্যাপারটা হওয়া উচিৎ আমার দেশের অপরাধী, সব দেশেরই অপরাধী, খারাপ সব জায়গায়ই খারাপ, ভাল সব জায়গায়ই ভাল, “ঢেঁকী স্বর্গে গেলেও ধান ভানে” কথাটার উদ্ভব এভাবেই হয়েছে। মানুষ চেনা বড় দায়, আসলে সবই অভিজ্ঞতার আর বিপদ থেকে শিক্ষা লাভের ব্যাপার। যখন কোন মানুষ বিপদে পড়ে, তখন সেই বিপদ থেকে শিক্ষা নেয়ার পূর্বে যদি কেউ তাকে উদ্ধার করে ফেলে, তাহলে তার ঐ একই বিপদে আবার পড়ার সম্ভাবনা বেড়ে দাঁড়ায় দ্বিগুণ থেকে বহুগুণ। যাই হোক, লেখার নামকরণের সার্থকতায় ফিরে যাই।



বাসে নীলক্ষেত যাবো, সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, সাথে আমার বড় বোন। বলে রাখি আমার বোন অন্য সময় রিকশা বা সিএনজিতে চলাফেরা করে, শুধু আমার সাথেই পাবলিক বাসে ওঠার সাহস করে আর তার সিট দখল সঙ্ক্রান্ত অভিজ্ঞতা নেই বললেই চলে। বাসে ওঠার পর দেখলাম সামনে মহিলা সিটে একটা সিট ফাঁকা, বোনকে বললাম ওইখানে গিয়ে বস, সে উত্তর দিলো, না দাঁড়িয়ে যাই, সমস্যা নাই। আমি এতো মানুষের ভিতরে ঝাড়িও দিতে পারছি না, বলতে পারছি না এটা পাবলিক বাস, এখানে কেউ সিট নিয়ে দাওয়াত করে বসাবে না, যুদ্ধ করেই সিট দখল করতে হবে। কলাবাগান আসার পর হুড়মুড়িয়ে আরও কিছু যাত্রী উঠে পড়ল, এখন দাঁড়ানোর অবস্থা আরও খারাপ। হঠাৎ চোখ গেল একটি সিটে, দেখি এক মহিলা আর সাথে ছোট একটা বাচ্চা নিয়ে বসে আছে, আমি উনাকে বললাম এক্সকিউজ মি আপু, আপনি যদি বাচ্চাটিকে কোলে নিতেন, তাহলে একজন বসতে পারত। উনি ঘুরে অগ্নিমূর্তি ধারণ করে বললেন, আমি আমার বাচ্চাকে ভাড়া দিয়েই বসিয়েছি। আমি মেজাজ ধরে রাখতে না পেরে বললাম, দেখুন আমরা কিন্তু ভাড়া দিয়েও অনেক সময় সিট ছেড়ে দেই, আর সিট ছাড়ার পর কন্ডাক্টারের থেকে ভাড়া ফেরত চাই না। উনি বললেন, আপনি কি বলতে চান? আমি বললাম, আজকে দেখলাম আসলে মেয়েরাই মেয়েদের বড় শত্রু, আমরা ছেলেরা ১০০ জনের মধ্যে অন্তত ১০ জনও বয়স্ক কিংবা মেয়ে মানুষ দেখলে সিট ছেড়ে দেই, কিন্তু আজ পর্যন্ত এটা দেখলাম না কোন মেয়ে একটা ছেলের জন্য তো দূরের কথা, বয়স্ক কিংবা আরেকটা মেয়ের জন্যও সিট ছাড়ল না। এই বাক বিতণ্ডার মাঝে পেছন থেকে আরেকজন পুরুষ তার সিট ছেড়ে দিয়ে আমার বোনকে বসতে বলল। ঘটনার ইতি এখানেই।



গত কয়েক দিন ধরে কিছু ধর্ষণের খবর পেলাম, যেখানে বান্ধবীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এর আগেও শুনেছি এরকম, দেখেছিও কিছু। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে যে কোন বিষয়ে ফুসলানো অনেক সহজ। প্রত্যেক গ্রুপে একটা দালাল বলুন আর ম্যাচমেকার বলুন, এই টাইপের একটা ছেলে বা মেয়ে থাকেই। এদেরকে আগে ভাল মত চিনে রাখুন। এরা ভাল হলে ভাল, কিন্তু খারাপ হলে অস্বাভাবিক রকম খারাপ হতে পারে। কোন মেয়েকে পটাতে চাইলে আগে তার বান্ধবীকে পটানো হয়, আর এক্ষেত্রে ঐ ম্যাচমেকার টাইপদেরকেই প্রাধান্য দেয়া হয়। এই বিষয়গুলোতে সাবধান থাকার আসলে তেমন কোন টিপস নেই। সাধারণ ভাল মানুষের সংজ্ঞায় ফেলে এদের সাথে সম্পর্ক তৈরি করা আর বন্ধু যাচাইয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিৎ। সর্বশেষে ছোটবেলার সেই সাধারণ জ্ঞানগুলোরই জয় হয়, “দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলো না” আর “অতি ভক্তি চোরের লক্ষন”।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

রিফাত হোসেন বলেছেন: ৯০% সহমত

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

doha057 বলেছেন: ১০% অমত কোথায় :P

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

যাযাবরমন বলেছেন: সামনে মুলা ঝুলায়া রাখবা, ঢাকা শহরের অনেক বিলবোর্ডেই ছুলানো কলা(এখানা মুলা) দেখা যায়, ঐটা ধরতে পারি না, এখন খুশি হইয়া কোনটায় হাত বারালেই যত দোষ!!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

doha057 বলেছেন: দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও ;)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

অপ্র্রকাশিত বলেছেন: ১১০% সহমত X(( X(( X((

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

doha057 বলেছেন: আপনার ১০% প্রথম জনকে দিয়ে দিন ;)

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

এ্যাপোলো৯০ বলেছেন: এ্যাগ্রি জানাইলাম। মাইয়া মানুষ ভালা পাই না ( আমিও মাইয়্যা :-| )

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

doha057 বলেছেন: চা বেশী মিষ্টি লাগলে খাইবেন না কিন্তু ;)

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

এ্যাপোলো৯০ বলেছেন: লেখক বলেছেন: চা বেশী মিষ্টি লাগলে খাইবেন না কিন্তু
মাথে উপ্রে দিয়া গেছে :-|

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

doha057 বলেছেন: মানে বেশী খাতির যত্ন ভাল কিছু না, প্রয়োজনের চাইতে খাতিরের মাত্রা বেশী মনে হলে আর স্বাভাবিকের চাইতে বেশী ভাল ব্যবহার করলে বুঝবেন ধান্দা আছে ;) বুঝতে পারলে আরেকটা কমেন্ট করবেন :P

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

এ্যাপোলো৯০ বলেছেন: আমি মিস্টি কম খাই। চা আরো কম খাই। মনে হয় টেনশন করা লাগবে না :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

doha057 বলেছেন: জি :D আপনার ইনশাআল্লাহ্‌ ডায়াবেটিসও হবে না :D

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

এ্যাপোলো৯০ বলেছেন: eita hbe. abbu ammu 2 joner e ase :(

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

doha057 বলেছেন: অনেকের চুল পড়ে যাওয়ার টেনশনে চুল পড়ে যায়, তাই খামাখা টেনশন করে ডায়াবেটিসকে কাছে ডাকার কি দরকার ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.