নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত করি ভয় , আপনা মাঝে শক্তি ধরি নিজেরে করি জয় ।।

মফস্বলের মেয়েটি

সত্য যে কঠিন , কঠিনেরে ভালবাসিলাম , সে কখনো করে না বঞ্চনা

মফস্বলের মেয়েটি › বিস্তারিত পোস্টঃ

সাদা কালোর ঘুড়ি

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

কথা গুলো গিলে ফেলতে চাইনি, কিন্তু গিলে ফেলেছি। বদ হজম হচ্ছে এখন। গলা ব্যথা করছে। আমি বুঝে গিয়েছি এ পৃথিবীতে আমি ছাড়া আমাকে আর কেও পছন্দ করেনা, করবেওনা। কাওকে কোনোদিন সুযোগ দেইনি কাছে আসার। তার শাস্তি স্বরূপ কাগজে কলমে সই করে একজন আসবে আমার শরীরের গন্ধ শুকতে। আমি এর আগে কখনো এতটা ভয় পাইনি,যেটা এখন পাচ্ছি। তোমার ভালবাসা না পাওয়ার কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে মগজটাকে। আমি সত্যি অনেক বড় ভুল করেছি তোমাকে মন দিয়ে। এখন এই প্রতি মূহুর্তের রক্তক্ষরণ দেখার কেও নেই, শোনার কেও নেই আমার। এখন আমার আবেগ গুলো বয়সোচিত ভাঁড়ামি। আর পারছিনা,সত্যি আর পারছিনা এই মূহুর্ত গুলো সহ্য করতে। ভেবেছিলাম তোমার আকাশে নিঃশ্বাস নিবো, তার বদলে আমার মৃত্যুদণ্ডের আদেশ এলো। মরণ কি এর চেয়ে সুখের? কি হয় মরে গেলে? আমার ভোতা মগজে এখন সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে...
নিজেকে নির্ভার করতে সাদা কালোর রঙে নিজেকে এঁকে দিলাম। এই কাগজের ঘুড়ি আমার ব্যথিত মনের বন্ধু হয়ে থাকুক...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৫ রাত ১২:৪১

উদীয়মান সূর্য় বলেছেন: :-(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.