নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ বাঁচে আশায়, শূন্যে বাঁধি আশা।

আমার ব্লগ http://dokhinabatas.blogspot.com/

দক্ষিনা বাতাস

আর পড়া নয়, এখন শুধুই ঘোরা। কয়েকদিন শুধু ঘুরব আর ঘুরব।দূর পাহাড়ে যাব, চাকমাদের ব্যাং ভাজা খাওয়া দেখব, মগ মেয়ের ঝরণা থেকে কলস ভরে পানি নেওয়া দেখব। সাগরে যাব, ডলফিনের সাথে সাঁতার কাটব, সুটকি ভরতা আর রূপচাঁদা ফ্রাই দিয়ে ভাত খেয়ে রৌদ্রে গা ড্রাই করে নেব। ভরা নদীতে মাঝিদের সাথে নৌকায় শুয়ে কাঁটাব রুপালী রাত্রি।

দক্ষিনা বাতাস › বিস্তারিত পোস্টঃ

স্বৈরাচারী- ৩: আশারিয়ার অসুর সিন্যাক্যারিব

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

রাজত্বকালঃ খ্রিষ্টপূর্বাব্দ ৭০৫ থেকে ৬৮১ সাল।

নাম

আকাডিয়ানঃ Sîn-ahhī-erība

হিব্রুঃ Sanherib

গ্রীকঃ Σενναχηριμ (Sennacherim)

পিতাঃ দ্বিতীয় সারগন

উত্তরাধিকারীঃ ইশ্রাহদন







বাবা দ্বিতীয় সারগনের পরে ক্ষমতায় বসেন সিন্যাক্যারিব। সেটা খ্রিষ্টপূর্ব ৭০৪ সনের কথা। সিন্যাকারিবের সিংহাসন আরোহণ সুমধুর হলো না। কারণ একই সময়ে ব্যাবিলোনিয়া ও ফিলিস্তিন প্রদেশে বিদ্রোহ শুরু হলো। পরবর্তী সময়ে সিন্যাকারিব এই অঞ্চলগুলো ফেরত পেতে বেশ কয়েকবার অভিযান চালালো।



৬১৪ খ্রিষ্টপূর্বাব্দে ক্যালডিয়ান রাজা ব্যাবিলন দখল করেন এবং শহরের সম্পদ ব্যবহার করে প্রতিবেশী রাজ্য এলামিটেস এর সাহায্য কিনলেন। সিন্যাকারিব হালুলে নামক জায়গায় ক্যালডিয়ান-এলামিট যৌথ বাহিনীকে পরাজিত করেন। এতে তার নিজের সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যা কাটিয়ে উঠতে দুই বছরের অধিক সময় লেগে যায়।

ব্যাবিলন তখন সাংস্কৃতিক বিশ্বের কেন্দ্রবিন্দু। ৬৮৯ খ্রিষ্টপূর্বাব্দে সিন্যাকারিব ব্যাবিলন আক্রমন করে ধংসযজ্ঞ চালান। ধংসযজ্ঞ এত ভয়াবহ যে প্রাচীন পৃথিবী থমকে গিয়েছিলো। যুদ্ধে পরাজিতদের দাস হিসেবে বন্দী করা হয়। সিন্যাকারিবের রাজপ্রাসাদ ছিলো নিনেভেহ শহরে। যুদ্ধবন্দীদের বাধ্য করে নিনিভেহ শহর পুনঃনির্মান করা হয়। তাদেরকে দিয়ে শহরকে ঘিরে আট মাইল দীর্ঘ শহরপ্রাচীর তৈরী করা হয়। নিনেভেহ এর জারওয়ান নামক জায়গায় ৬৯০ খ্রিষ্টপূর্বাব্দে তিনি পৃথিবীর প্রথম বৃহৎ জলাধার তৈরী করেন। এখান থেকে পুরো নিনভেহ শহরে জল সরবরাহ করা হত। শহরে তার বিশাল একটি বাগান ছিলো। শহরের অধিবাসীদের জন্য সে ছোট ছোট কিছু বাগান তৈরী করার নির্দেশ দেন।







সিন্যাকারিবের প্রিয় শহর নিনিভেহ তে ৬৮১ খ্রিষ্টপুর্বাব্দের জানুয়ারী মাসে এক শীতল দিনে সিন্যাকারিব তার নিজের ছেলের হাতে খুন হন। আর সেই সাথে আশারীয় অসুরের স্বৈরাচারী অধ্যায়। সিন্যাক্যারিবের মৃত্যুর পরে তার পুত্র ইশ্রাহদুন ক্ষমতায় আরোহন করেন।





সিন্যাক্যারিবের ধ্বংসযজ্ঞঃ

সিন্যাক্যারিবের ধ্বংসযজ্ঞ কবি লর্ড বায়রনের লেখা একটি কবিতা। ১৮১৫ সালে তার হিব্রু মেলোডিতে এটা প্রকাশিত হয়। পবিত্র বাইবেলে বর্ণিত (দুই রাজা, ১৮-১৯) ঘটনা অনুযায়ী আশারীয় সম্রাট সিনক্যারিব জেরুজালেম আক্রমন করে দখল করে নেন। সেই ঘটনার প্রেক্ষাপটে কবি বায়রন লেখেন সিন্যাক্যারিবের ধ্বংসলীলা।



The Assyrian came down like the wolf on the fold,

And his cohorts were gleaming in purple and gold;

And the sheen of their spears was like stars on the sea,

When the blue wave rolls nightly on deep Galilee.

Like the leaves of the forest when Summer is green,

That host with their banners at sunset were seen:

Like the leaves of the forest when Autumn hath blown,

That host on the morrow lay withered and strown.

For the Angel of Death spread his wings on the blast,

And breathed in the face of the foe as he passed;

And the eyes of the sleepers waxed deadly and chill,

And their hearts but once heaved, and for ever grew still!

And there lay the steed with his nostril all wide,

But through it there rolled not the breath of his pride;

And the foam of his gasping lay white on the turf,

And cold as the spray of the rock-beating surf.

And there lay the rider distorted and pale,

With the dew on his brow, and the rust on his mail:

And the tents were all silent, the banners alone,

The lances unlifted, the trumpet unblown.

And the widows of Ashur are loud in their wail,

And the idols are broke in the temple of Baal;

And the might of the Gentile, unsmote by the sword,

Hath melted like snow in the glance of the Lord.







সিন্যাক্যারিবকে নিয়ে আরো কিছু সাহিত্যকর্ম আছে। ফ্রাংকা হারবাট এর “চিল্ড্রেন ওফ দুন” এবং নেল স্টেফানসনের “স্নো ক্রাশ” নামক দুটি সাইন্স-ফিকশান উপন্যাসে সিন্যাক্যারিবের কথা সঙ্গক্ষেপে বলা হয়েছে। এইচ জি ওয়েলস এর কল্প-বিজ্ঞান ধর্মী উপন্যাস “দ্যা ওয়ার অফ দ্যা ওয়ার্ল্ড” এর অষ্টম অধ্যায়ে সিন্যাক্যারিব সম্পর্কে বলা হয়েচ্ছে, "I believed that the destruction of Sennacherib had been repeated, that God had repented, that the Angel of Death had slain them in the night."







পাঠসুত্রঃ

১। Sennacherib - Wikipedia, the free encyclopedia

২। The Destruction of Sennacherib - Wikipedia, the free encyclopedia

৩। Sennacherib (king of Assyria) -- Britannica Online Encyclopedia

৪। A study and essay on King Sennacherib of Mesopotamia

৫। Sennacherib King of Assyria (Bible History Online)

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.