নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর পড়া নয়, এখন শুধুই ঘোরা। কয়েকদিন শুধু ঘুরব আর ঘুরব।দূর পাহাড়ে যাব, চাকমাদের ব্যাং ভাজা খাওয়া দেখব, মগ মেয়ের ঝরণা থেকে কলস ভরে পানি নেওয়া দেখব। সাগরে যাব, ডলফিনের সাথে সাঁতার কাটব, সুটকি ভরতা আর রূপচাঁদা ফ্রাই দিয়ে ভাত খেয়ে রৌদ্রে গা ড্রাই করে নেব। ভরা নদীতে মাঝিদের সাথে নৌকায় শুয়ে কাঁটাব রুপালী রাত্রি।
বৃষ্টি নিয়ে আর কি কি গান হতে পারে?
১। বরষার প্রথম দিনে ঘনকালো মেঘ দেখে, আনন্দে নেচে ওঠে আমার মন।
২। আজি ঝরঝর বাদল মুখর দিনে
৩। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি বৃষ্টি তোমাকে দিলাম (শ্রীকান্ত আচার্য)
৪। এ যেন হঠাৎ বৃষ্টি
৫। আজি ঝড়ের রাতে তোমার অভিসার
৬। বৃষ্টি ঝরে মধুর........
৭। বৃষ্টি নেমেছে......
৮। বৃষ্টি ভেজা রাত......
৯। বৃষ্টি হবে........
১০। মেঘের পর মেঘ.....
১১। পাগলা হাওয়ায় বাদল দিনে
১২। আষাঢ, শ্রাবন মানে নাতো মন ঝরো ঝরো ধারা ঝরিছে
তোমাকে আমার মনে পড়েছে
১৩) বসে আছি (ওয়ারফেজ)
১৪) বৃষ্টি পড়ে (বাপ্পা মজুমদার)
১৫) বৃষ্টি শুরু (বাপ্পা মজুমদার, বনি আহমেদ)
১৬) অঝোর ধারায় (বাপ্পা মজুমদার)
১৭) বৃষ্টি (তপু)
১৮) বৃষ্টি রাতে (অর্নব)
১৯) বৃষ্টি (রাগা)
২০) বর্ষা (কণা)
২১) এখনি নামবে বৃষ্টি (হাবিব)
২২) ভেজা সন্ধ্যা... অঝোর বৃষ্টি... (বালাম)
২৩) বৃষ্টি উদাস (ন্যান্সি)
২৪) আজি ঝর ঝর মুখর বাদর দিনে (রবীন্দ্রসংগীত)
২৫) এমন দিনে তারে বলা যায় (রবীন্দ্রসংগীত)
২৬) পাগলা হাওয়ার বাদল-দিনে (রবীন্দ্রসংগীত)
২৭) এই বৃষ্টি ভেজা রাতে (রুনা লায়লা)
২৮) বৃষ্টি পড়ে টাপুর টুপুর (সেলিম চৌধুরী)
২৯) আজ এই বৃষ্টির কান্না দেখে (নিয়াজ মোহাম্মদ চৌধুরী)
৩০) বৃষ্টি ঝরে যায় (তাওসিফ)
৩১) আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি (সুবীর নন্দী)
৩২) ঝুম ঝুম ঝুম বৃষ্টি (কুমার বিশ্বজিৎ ও কণা)
৩৩) আজ এই আকাশ (অদিত)
৩৪) এক বরষার বৃষ্টিতে ভিজে (নীলুফার ইয়াসমিন)
৩৫) বৃষ্টি পড়ে (আসিফ আকবর)
৩৬) এমনি বরষা ছিল সেদিন (ফিরোজা বেগম)
৩৭) মেঘ থমথম করে (ভূপেন হাজারিকা)
৩৮) আষাঢ় শ্রাবণ মানে না (লতা মুঙ্গেশকর)
৩৯) বৃষ্টি বৃষ্টি বৃষ্টি (লতা মুঙ্গেশকর)
৪০) আজি বর্ষা রাতের শেষে,
৪১) তোমার কাছে বৃষ্টি দিন (শ্রীকান্ত আচার্য)
৪২) এই মেঘলা দিনে একলা (হেমন্ত মুখোপাধ্যায়)
৪৩) টাপুর টুপুর বৃষ্টি (হেমন্ত মুখোপাধ্যায়)
৪৪) একদিন বৃষ্টিতে বিকেলে (অঞ্জন দত্ত)
৪৫) আমি বৃষ্টি দেখেছি (অঞ্জন দত্ত)
৪৬) বুষ্টি পড়ে রে (মৌসুমি ভৌমিক)
ভাবি কখন বৃষ্টি নামবে (মৌসুমি ভৌমিক)
আকাশ এত মেঘলা (সতীনাথ মুখোপাধ্যায়)
এলো বরষা যে সহসা মনে (সতীনাথ মুখোপাধ্যায়)
ওগো বৃষ্টি আমার (হৈমন্তী শুক্লা)
শাওন রাতে যদি (মান্না দে)
শ্রাবণ ঘনায় (নচিকেতা)
বৃষ্টি পায়ে পায়ে (শুভমিতা)
শহরে বৃষ্টি (কবির সুমন)
বর্ষা (শিরোনামহীন)
ভালবাসা মেঘ (শিরোনামহীন)
শাওন গগনে ঘোর ঘনঘটা (রবীন্দ্রনাথ)
শ্রাবনের মেঘগুলি (ডিফারেন্ট টাচ)
এই বৃষ্টি ভেজা রাতে (আর্টসেল)
রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে (পার্থ)
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি (পার্থ)
এপিটাফ (অর্থহীন)
আমি বৃষ্টির কাছ থেকে-সুবীর নন্দী
বৃষ্টি নেমেছে (ওয়ারফেজ)
এসো শ্যমল সুন্দর,
আষাঢ় কোথা হতে আজ, বাদল
মেঘের মাদল বাজে,
আ্মার দিন ফুরাল,
মেঘের পরে মেঘ জমেছে,
গহন রাতে শ্রবনা ধারা ঝরিছে,
উতল ধারা বাদল দিনে,
নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়,
আজ শ্রবনের পূর্নিমাতে,
পূব সাগরের পার হতে,
কেন পাহ্ন হে চঞ্চলতা,
এসো নীপবনে, ছা
য়া ঘনায়েছে বনে বনে,
শ্যমল ছায়া নাইবা গেলে,
আজ কিছুতে যায়না মনের ভার,
একি গভীর বানী এল ঘন মেঘের আধার হতে
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২
দক্ষিনা বাতাস বলেছেন: ধন্যবাদ সামসুন নাহার
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪
সরদার হারুন বলেছেন: আমার লেখা গানের কিছু দেই--
১. বৃষ্টি ধারা ঝেরেছে শ্রাবনে
মেঘে ডেকে শুধু কয়,
ক্ষুধার কান্না বৃষ্টি হয়ে
অঝরে ঝরে যায় ।।
২. আমি শ্রাবন মেঘের বন্যা
তুমি হিজল ফুলের মালা-
ভাষিয়া চলেছ স্রোতের টানে
জুড়াতে মনের জ্বালা ।।
৩.ঝর ঝর আষাঢের বৃষ্টি
এনে দিল তোমারই গন্ধ,
খুলে গেল স্মৃতির দুয়ার,
ছিল যাহা এতদিন বন্ধ।।
৪.ঝর ঝর বৃষ্টিতে কে এলো সাথে ?
উথাল পাতাল প্রাণ আধেক রাতে ।।
আরাও আছে.......শুধু মাত্র স্থায়ি টুকু দিলাশ
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১১
দক্ষিনা বাতাস বলেছেন: ভাইজান আপনার লেখার হাত চরম। শুধু গান লিখে দিলেই হবেনা গেয়েও শোনাতে হবে। কবে শোনাচ্ছেন?
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯
টানিম বলেছেন: কি কন ? এতো গরম ।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১২
দক্ষিনা বাতাস বলেছেন: সামনে আসবে বরষাদিন, আজকেই প্রস্তুতি নিন।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
বোকামানুষ বলেছেন: আপনি আমার অনেক প্রিয় একটা গান মিস করে গেছেন
হুমায়ূন আহমেদ এর লিখা শাওন এর গাওয়া গানটা
যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩
দক্ষিনা বাতাস বলেছেন: ভাইজান এইটা আমি কি করলাম। আমার খুব রাগ হচ্ছে। নিজের উপর রাগ হচ্ছে। প্রচন্ড রাগ হচ্ছে। ইচ্ছে করছে পায়ের জুতা খুলে নিজের গালে চড়াই। আরে এই গানটা তো আমারো প্রিয়। আমি মাঝে মাঝেই শুনি। গতকালও শুনেছি। আমার এক বন্ধু তো অশ্লীল ইঙ্গিত করেছে। আমার শাস্তি হওয়া উচিত। অবশ্যই শাস্তি হওয়া উচিত।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯
কালোপরী বলেছেন: ++++++++++++
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
দক্ষিনা বাতাস বলেছেন: প্লাস পেতে আমার বরাবরি ভালো লাগে। বৃষ্টিবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮
সামসুন নাহার বলেছেন: দারুন। অনেক খেটেছেন।