নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর পড়া নয়, এখন শুধুই ঘোরা। কয়েকদিন শুধু ঘুরব আর ঘুরব।দূর পাহাড়ে যাব, চাকমাদের ব্যাং ভাজা খাওয়া দেখব, মগ মেয়ের ঝরণা থেকে কলস ভরে পানি নেওয়া দেখব। সাগরে যাব, ডলফিনের সাথে সাঁতার কাটব, সুটকি ভরতা আর রূপচাঁদা ফ্রাই দিয়ে ভাত খেয়ে রৌদ্রে গা ড্রাই করে নেব। ভরা নদীতে মাঝিদের সাথে নৌকায় শুয়ে কাঁটাব রুপালী রাত্রি।
নায়াগ্রা জলপ্রপাতের নাম শোনেনি এমন বাঙালীর নাম আজকের দিনে খুঁজে পাওয়া যাবে না। হাজার মাইল উঁচু থেকে আছড়ে পড়া সাদা জলরাশি আমরা মনের কল্পনায় দেখতে পাই। নায়াগ্রার সাথে মিল না থাকলেও আমার আজকের আলোচনার বিষয় ভায়াগ্রা। ভায়াগ্রা আবিষ্কারের গল্প। যদিও আমার লেখায় ১৮+ কিছু থাকবেনা কিন্তু যৌন উদ্দীপ্পক এই বড়ি (ট্যাবলেটকে এর বাংলা বড়ি কিন্তু আধুনিক বাঙালী বড়ি শব্দটা ব্যবহার করতে লজ্জা পান।) সম্পর্কে কোন পাঠকের রুচিতে বাধলে অনুগ্রহ করে এড়িয়ে যাবেন। ভায়াগ্রা বড়ি গাঢ় নীল বর্নের, হীরক আকৃতির, উপরে কোম্পানীর নাম খোদাই করা।
রাসায়নিক সংকেত C22H30N6O4S । আনবিক ভর ৪৭৪.৬ গ্রাম/মোল । IUPAC নাম ১-(৪-ইথোক্সি-৩-(৬,৭-ডাইহাইড্রো-ই-মিথাইল-৭-অক্সো-৩-প্রোপাইল-১H-পাইরাজোলো(৪,৩-d)পাইরিমিডিন-৫-আইল)ফিনাইলসালফোনিল)-৪ মিথাইল পাইপারাজাইন।
1-[4-ethoxy-3-(6,7-dihydro-1-methyl- 7-oxo-3-propyl-1H-pyrazolo[4,3-d]pyrimidin-5-yl) phenylsulfonyl]-4-methylpiperazine
বলতে পারেন চিকিৎসা শাস্ত্র কত প্রকার। প্রধানত ৪ প্রকার। ক) এলোপ্যাথি খ) হোমিপ্যাথি গ) ইউনানী ও কবিরাজী ঘ) বাংলা ডাক্তারী ( হাতুড় পেটা ডাক্তার)। এলোপ্যাথি ডাক্তারের দেয়া ওষুধের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। বেশীরভাগ সময়ে পার্শ্বপ্রতিক্রিয়াকে খারাপ হিসেবে ধরা হয়। সব পার্শপ্রতিক্রিয়াই কি খারাপ? কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু প্রমাণ করতে সফল হয়েছে যে সব পার্শ্বপ্রতিক্রিয়া খারাপ নয়।
আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানী PFIZER এ কর্মরত দুইজন রিসার্চার সাইমন ক্যাম্পবেল এবং ডেভিড রবার্টস কোম্পানীর নতুন একটি ওষুধের কার্যক্ষমতা নিয়ে গবেষণা করতে শুরু করলেন। তাদের আবিষ্কারের কর্মক্ষমতা সম্পর্কে কোন ধারণা ছিলোনা। তারা উচ্চরক্তচাপ ও হৃদঘটিত রোগ এনজিনা’র চিকিৎসার জন্য একটি ওষুধ তৈরী করলেন। নানাবিধ পরীক্ষা নিরীক্ষার পর ১৯৮০ সালের দিকে এটা ক্লিনিক্যাল ট্রায়ালে মানুষের উপর পরীক্ষণের জন্য প্রস্তুত করা হলো। দলটি তাদের ওষুধের নাম দিলো UK-92480 । ট্রায়ালের রোগীদের উপর গবেষণা করে দেখা গেলো গবেষকদের ধারণা অনুযায়ী ওষুধের কার্যক্ষমতা নেই। কিন্তু ট্রায়ালে বিজ্ঞানীরা কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানতে পারলেন যা তাদের জন্য সম্পূর্ণ নতুন। যাদের উপর গবেষণা চালানো হয়েছে তাদের মধ্যে কয়েকজন রোগীর দেয়া তথ্য থেকে জানা গেলো এই ওষুধ ব্যবহারের সময় তাদের যৌন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা নতুন করে গবেষনায় বসে গেলেন।
উচ্চরক্তচাপ ও হৃদঘটিত রোগের চিকিৎসার বদলে কোম্পানীটি নতুন একটি ট্রায়ালের ব্যবস্থা করলো যেখানে erectile dysfunction disorder জন্য নতুন ওষুধের কর্মক্ষমতা পরীক্ষা করে দেখা হলো। পরীক্ষা সফল হলো। নতুন ওষুধের নাম রাখা হলো ভায়াগ্রা। অনেকে রাসায়নিক নাম সিলডেনাফিল সাইট্রেট নামে ডাকেন। ১৯৯৮ সালে আমেরিকার খাদ্য ও ওষুধ অধিদপ্তর ভায়াগ্রাকে ওষুধ হিসেবে স্বীকৃতি দেয়।
ভারতে ভায়াগ্রা বিভিন্ন নামে বিক্রি হয়। এখানে Pfizer এর কোন প্যাটেন্ট খাটে না। সেখানকার বাজারজাত কৃত ওষুধের নাম কামাগ্রা ( অজন্তা ফার্মা্), সিলিগ্রা (চিপলা), এডেগ্রা ( সান ফার্মাসিউটিক্যাল) পেনেগ্রা (যাইডাস ক্যাডিলা) জেনেগ্রা ( আলকেম ল্যাবরেটরিস)।
বিঃদ্রঃ ভায়াগ্রা আবিষ্কারের ফলে যৌন অক্ষম পুরুষ এবং যৌবন লুপ্ত বৃদ্ধেরা যৌবন ফিরে পেলো। ভায়াগ্রার পার্শ্বপ্রতিক্রিয়া ভয়াবহ। অনিয়ন্ত্রিত ব্যবহার আপনার মৃত্যু ঘটাতে পারে। তাই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত ভায়াগ্রা ব্যবহার থেকে বিরত থাকতে বিশেষ অনুরোধ করছি।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
দক্ষিনা বাতাস বলেছেন: ব্লগার মানে নাস্তিক নয়, এটা অপপ্রচার অথবা সামথিং মিসিং। যাই হোক ব্লগার ও নাস্তিকতা নিয়ে আমি গতকাল একটা পোস্ট লিখলাম। কেউ পক্ষে বা বিপক্ষে কিছু বললো না। অবাক হলাম। মে বি লেখাটা নিউট্রাল হয়েছিলো। আপনি পড়তে পারেন। Click This Link
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
জাতির চাচা বলেছেন: কিছু শাহবাগী ব্লগে চিৎকার করছে এই বলে যে হেফাজতের লোকেরা ব্লগ কী বোঝে না।তারা মনে করে ব্লগার মানেই নাস্তিক।ব্লগার মানেই নাস্তিক এই কথাটা কে কোথায় বলেছে? হেফাজতের দাবী ক্লিয়ার নাস্তিক ব্লগারদের বিচার চায় তারা। আচ্ছা নবীজীকে নিয়ে আসিফ গং যেসব কথা বলেছে সেসব যদি শেখ মুজিবকে নিয়ে কেউ বলে বা ইসলামকে নিয়ে তারা যা বলেছে তা যদি কেই মুক্তিযুদ্ধ নিয়ে বলে তবে তার কল্লা থাকতো?মুজিব,মুক্তিযুদ্ধ এসব যারা বিতর্কিত করে তাদের যেমন প্রশ্রয় দেয়া যায়না তেমনই নবী রাসুল আর ইসলামকে নিয়ে যারা বিদ্রুপ করে তাদেরকেও ক্ষমা করা যায় না।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
দক্ষিনা বাতাস বলেছেন: ভাইজান মন্তব্য করার আগে ব্লগের বিষয়বস্তু দেখে নেন। আপনি নিজেকে কি প্রমাণ করলেন?
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
মেমননীয় বলেছেন: মুজিব,মুক্তিযুদ্ধ এসব যারা বিতর্কিত করে তাদের যেমন প্রশ্রয় দেয়া যায়না, তেমনই নবী-রাসুল আর ইসলামকে নিয়ে যারা বিদ্রুপ করে তাদেরকেও ক্ষমা করা যায় না।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
দক্ষিনা বাতাস বলেছেন: য়াজব জব তো
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
দক্ষিনা বাতাস বলেছেন: ধ্যুর
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: পোস্ট কিসের আর মন্তব্য কিসের - বাঙ্গালি গেছে, এক্কেবারে গেছে! (আমিও বাঙ্গালিইতো!)
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
দক্ষিনা বাতাস বলেছেন: লেখালেখি ছেড়ে দিব আমি। ধ্যুর।
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
এম এম ইসলাম বলেছেন: যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: পোস্ট কিসের আর মন্তব্য কিসের - বাঙ্গালি গেছে, এক্কেবারে গেছে! (আমিও বাঙ্গালিইতো!)
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯
দক্ষিনা বাতাস বলেছেন: হ! কিছু মানুষ বাঙালী আর বেশীরভাগ বাঙাল।
৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭
এরিস বলেছেন: স্যার, রাসায়নিক সংকেতটা শিখেছি। কিন্তু IUPAC নামটা মনে রাখা যাচ্ছেনা। আই অ্যাম ট্রায়িং মাই বেস্ট। চিকিৎসা শাস্ত্রের ক্লাসিফিকেশন শিখে ফেলেছি। বাকিটা মনে রাখতে সময় লাগবে, ইন ফ্যাক্ট আমি খুবই নিন্মমানের শিক্ষার্থী পোষ্টে ++++++++ অনেক অজানাকে জানাইলেন আপনি।।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮
দক্ষিনা বাতাস বলেছেন: এরিস পেশাগত ক্ষেত্রে আমি শিক্ষকতা করি না। একটি কোম্পানীতে চাকুরী করছি। ভালই আছি। অন্তত নিজের মনের দিক থেকে সুখীভাবে দিনাতিপাত করছি। আশা করি সামনের দিনগুলোতে আমাকে ভাইয়া বলে ডাকবেন। আর রাসায়নিক সংকেত কখনো মনে রাখার চেষ্টা করবেন না। তাতে মাথায় অযথা প্রেশার পড়বে। কাজের কাজ কিছুই হবে না। জাস্ট বোঝার চেষ্টা করতে হবে সংকেতের ভিতর কে কে আছেন। তাহলে দেখবেন সব পানিভাত হয়ে গেছে।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১
চুরমার বলেছেন: নাস্তিক নাস্তিক।। ব্লগার মানেই নাস্তিক... (লাইক দিলাম)...ভমাইন্ড খাইয়েন না।।