| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দক্ষিনা বাতাস
আর পড়া নয়, এখন শুধুই ঘোরা। কয়েকদিন শুধু ঘুরব আর ঘুরব।দূর পাহাড়ে যাব, চাকমাদের ব্যাং ভাজা খাওয়া দেখব, মগ মেয়ের ঝরণা থেকে কলস ভরে পানি নেওয়া দেখব। সাগরে যাব, ডলফিনের সাথে সাঁতার কাটব, সুটকি ভরতা আর রূপচাঁদা ফ্রাই দিয়ে ভাত খেয়ে রৌদ্রে গা ড্রাই করে নেব। ভরা নদীতে মাঝিদের সাথে নৌকায় শুয়ে কাঁটাব রুপালী রাত্রি।
ডিনামাইট এবং নোবেল প্রাইজের কথা সবাই জানেন। নোবেল প্রাইজের পেছনে থাকা শ্রদ্ধেয় স্যার আলফ্রেড নোবেলও সর্বজন বিদিত একজন ব্যক্তি। বিস্ফোরক আবিষ্কারের উপর গবেষণার কথাও সবার কমবেশী জানা। আজ আমি তোমাদের বলব ডিনামাইট আবিষ্কারের গল্প। কিভাবে নোবেল ভাইজান ডিনামাইটের সন্ধান পেলেন! ডিনামাইট! হুম, যা বদলে দিলো যুদ্ধের গতি-প্রকৃতি।
সুইডেনের একজন বিখ্যাত রসায়নদিন এবং ইঞ্জিয়ার হলেন আলফ্রেড নোবেল। নোবেল সহকর্মীদের নিয়ে নাইট্রোগ্লিসারিন স্টাবিলাইজ করার চেষ্টা করছেন। নাইট্রোগ্লিসারিন হচ্ছে একধরণের বিস্ফোরক তরল পদার্থ। নাইট্রোগ্লিসারিন অল্পতেই বিস্ফোরিত হয়। ছোটখাট কিছু বিস্ফোরণ হতে লাগল। ১৮৬৪ সালে সুইডেনের স্টকহোলে একটা বিস্ফোরন ঘটে। কয়েকজন লোক মারা যায়। তার মধ্যে আলফ্রেড নোবেলের ছোট ভাইও ছিলেন। নোবেল মানসিক ভাবে ব্যাথিত হলেও ভেঙে পড়েন নাই। তিনি দৃঢ় মনোবল নিয়ে গবেষণা চালিয়ে যেতে লাগলেন।


নাইট্রোগ্লিসারিনের এই ইনস্ট্যাবিলিটির ধর্মের উপর ভিত্তি করে তিনি বিস্ফোরক সঙ্গরক্ষণ করতে শুরু করলেন। একদিন নাইট্রোগ্লিসারিনের পাত্র সরানোর সময় নোবেল খেয়াল করলেন একটি ক্যান ভাঙা। তরল নাইট্রোগ্লিসারিন গড়িয়ে পড়ার কথা। কিন্তু পাত্রের ভেতরে জমাট বেঁধে আছে। একটি সেডিমেন্টারি রক মিক্সার নাম কাইজেলঘুর (kieselguhr) তরলকে শুষে নিয়েছে। তরল অবস্থায় নাইট্রোগ্লিসারিন নিয়ে নাড়াচড়া করা বিপদজনক। এই ঘটনা থেকে নোবেল আবিষ্কার করলেন যে বিষ্ফরকের সাথে স্টাবিলাইজার হিসেবে kieselguhr মেশালে এটা স্টাবিলাইজ হয়ে পড়ে। নোবেল একটি ফর্মুলা দাড় করালেন যাতে কাইজেলঘুরের সাথে তরল বিষ্ফোরক মেশালে তার কর্মক্ষমতা নষ্ট না হয়।
১৮৬৭ সালে তার আবিষ্কৃত পণ্যের প্যাটেন্ট নাম নিবন্ধন করলেন ডিনামাইট (dynamite) নামে। এই আবিষ্কার থেকে নোবেল বিপুল পরিমান অর্থ অর্জন করেন। নোবেলের ডিনামাইট আবিষ্কারের পেছনে প্রধান উদ্দেশ্য ছিলো পাহাড় কেটে রাস্তা তৈরী করা। কিন্তু যুদ্ধ বিগ্রহে বিপুল পরিমানে ডিনামাইট ব্যবহার হতে থাকলো। যুদ্ধের বিভীষিকা নোবেলকে ব্যাথিত করল। তিনি মৃত্যুর আগে এক উইল করে গেলেন। সেই উইলের হাত ধরে প্রবর্তিত হলো নোবেল প্রাইজ। যা আজকের বিশ্বের সব থেকে সম্মানিত পুরষ্কার।
প্রথম বাঙালী রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রথম বাংলাদেশী ড: মুহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পাওয়ায় আমরা গর্ববোধ করি।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০
দক্ষিনা বাতাস বলেছেন: মাত্র একটা পিলাচ! কিপটে কোথাকার। হা হা হা। মজা করলাম কামাল ভাই। ধন্যবাদ।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০
দক্ষিনা বাতাস বলেছেন: মাত্র একটা পিলাচ! কিপটে কোথাকার। হা হা হা। মজা করলাম কামাল ভাই। ধন্যবাদ।
২|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
জাহাঙ্গীর জান বলেছেন: অনেক ।সুন্দর পোস্ট , ভালো লাগলো ভালো থাকুন ।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯
দক্ষিনা বাতাস বলেছেন: আপনিও ভালো থাকুন। আর পড়তে থাকুন আমার পোষ্ট
৩|
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর পোস্ট। ভালো লাগলো। ++++++++++++
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮
দক্ষিনা বাতাস বলেছেন: আপনার ভালো লাগা আমাকে আরেকটি পোস্ট লিখতে আগ্রহী করে তুলবে।
৪|
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬
দক্ষিনা বাতাস বলেছেন: আপনার ভালো লাগা আমাকে আরেকটি পোস্ট লিখতে আগ্রহী করে তুলবে।
৫|
০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯
আমি তুমি আমরা বলেছেন: সুন্দর পোস্ট , ভালো লাগলো
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪
দক্ষিনা বাতাস বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৬|
১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৭
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: হটাত করে প্লাস দিতে মন চাইলো ![]()
+++++++
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
দক্ষিনা বাতাস বলেছেন: হঠাৎ প্রাপ্তি কার না ভালো লাগে। ধন্যবাদ।
৭|
১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৫
মিষ্টি মেয়ে বলেছেন: ভালো লাগলো।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯
দক্ষিনা বাতাস বলেছেন: ধন্যবাদ মিষ্টি আপু।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
এম এম কামাল ৭৭ বলেছেন: +