নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ বাঁচে আশায়, শূন্যে বাঁধি আশা।

আমার ব্লগ http://dokhinabatas.blogspot.com/

দক্ষিনা বাতাস

আর পড়া নয়, এখন শুধুই ঘোরা। কয়েকদিন শুধু ঘুরব আর ঘুরব।দূর পাহাড়ে যাব, চাকমাদের ব্যাং ভাজা খাওয়া দেখব, মগ মেয়ের ঝরণা থেকে কলস ভরে পানি নেওয়া দেখব। সাগরে যাব, ডলফিনের সাথে সাঁতার কাটব, সুটকি ভরতা আর রূপচাঁদা ফ্রাই দিয়ে ভাত খেয়ে রৌদ্রে গা ড্রাই করে নেব। ভরা নদীতে মাঝিদের সাথে নৌকায় শুয়ে কাঁটাব রুপালী রাত্রি।

দক্ষিনা বাতাস › বিস্তারিত পোস্টঃ

এই বৈশাখে ব্লগার বন্ধুদের জন্য আমার ফলেল উপহার। গ্রহন না করলে সব মিস।

২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

বৈশাখের মাঝামাঝি সময়ে আমি যদি বন্ধুদের ফল খাওয়ার দাওয়াত না দেই তবে বাঙালী হিসেবে সেটা খুইবই গ্ররহিত কাজ হবে। আসুন বন্ধুরা নিজে ফল খাই। যাদের ফল খাওয়ার সামর্থ্য নেই তাদের জন্য কিছু করি।

































































































ডেওয়া















পেঁপে























যদি ফল খেতে ইচ্ছে করে তবে চলে এসো আমার বাসায়, যদিও তখন রৌদ্দুর থাকবে বৈরী, ফল হাতে আমি থাকবো তৈরী।





মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

ভিটামিন সি বলেছেন: কাঠাল আর আমড়া খাই না আজ ৫ বছর পার হতে চলল। শুনেছি বছরের প্রথম কাঠাল পাকলে আব্বা কাঠাল নিয়ে বসে কান্না শুরু করেন আমার জন্য। কারণ আগে (এই তো ৫ বছর আগেও) আমি আর আব্বা খুব ভোরে উঠে কাঠাল পেকেছে কিনা তা আমাদের গাছে গাছে খুজতাম। আব্বা নিচ থেকে দেখিয়ে লাঠি দিয়ে কাঠালের গায়ে আঘাত করে, আর আমি গাছে উঠে টোকা দিয়ে পাকা কাঠাল খুজে পেড়ে আনতাম। ৫ বছর ধরে কাঠাল চোখেও দেখি না। দেখি শুধু ডুরিয়ান। এইটা ফলটা আমি খেতে পারি না।

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

এম এম কামাল ৭৭ বলেছেন:
আহ্... দেখেই শান্তি।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

এম এম কামাল ৭৭ বলেছেন:
আহ্... দেখেই শান্তি।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

নতুন বলেছেন: Click This Link

ড্রাগন ফ্রুটস দেশে পাওয়া যায়?

আম দেইখা লোভ লাগতেছে.. :) ++

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

নতুন বলেছেন: Click This Link

ড্রাগন ফ্রুটস দেশে পাওয়া যায়?

আম দেইখা লোভ লাগতেছে.. :) ++

৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫

নতুন বলেছেন: Click This Link

ড্রাগন ফ্রুটস দেশে পাওয়া যায়?

আম দেইখা লোভ লাগতেছে.. :) ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.