নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর পড়া নয়, এখন শুধুই ঘোরা। কয়েকদিন শুধু ঘুরব আর ঘুরব।দূর পাহাড়ে যাব, চাকমাদের ব্যাং ভাজা খাওয়া দেখব, মগ মেয়ের ঝরণা থেকে কলস ভরে পানি নেওয়া দেখব। সাগরে যাব, ডলফিনের সাথে সাঁতার কাটব, সুটকি ভরতা আর রূপচাঁদা ফ্রাই দিয়ে ভাত খেয়ে রৌদ্রে গা ড্রাই করে নেব। ভরা নদীতে মাঝিদের সাথে নৌকায় শুয়ে কাঁটাব রুপালী রাত্রি।
বৈশাখের শেষে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে আমের মৌ মৌ গন্ধে। আম জাম কাঁঠাল লিচু বনে মধু মাছিরা মুখর হয়ে রবে সারা বেলা। আম আর দুধ দিয়ে ভাত মেখে খেতে ভালো বাসে এমন বাঙালী পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। আমের রস আমাদের উপাদেয় পানীয়। রস আস্বাদন করার জন্য দাঁত আর জিহবা যথেষ্ট হলেও যখন একাধিক ব্যক্তির জন্য সেটা সরবরাহ করা হয় তখন ব্লেন্ডার অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। আজ ব্লেন্ডার নিয়ে কিছু কথা বলতে চাই।
মোটর আবিষ্কার আমাদের জীবনকে স্বাচ্ছন্দময় করে তুলেছে। প্রাথমিক অবস্থায় মোটর শুধু শিল্প কারখানা এবং গাড়ীতে ব্যবহৃত হত। কারণ তখনকার দিনের মোটরের সাইজ ছিলো বিশাল এবং কার্য ক্ষমতা বা হর্স পাওয়ার ছিলো বেশী। হর্স পাওয়ার হলো ক্ষমতার একক। পরে অল্প ক্ষমতার মোটর আবিষ্কৃত হয় যার দ্বারা গৃহে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরী করা সম্ভব হয়। অল্প ক্ষমতার এই মোটর গুলোকে বলা হত ফ্রাকশানাল হর্স পাওয়ার মোটর (fractional horsepower motor)। টু রেসিন, উইনকনসিন ইনজিনিয়ার্স, চেস্টার বিচ এন্ড ফ্রেডরিক অসিয়াস এবং লুইস হ্যামিলটন প্রথম দিকে ছোট মোটর প্রস্তুত করেন যা AC অথবা DC বৈদ্যুতিক শক্তিতে চলতে পারে। AC ও DC বিদ্যুৎ কি তা আমি আমার বিজ্ঞানের খাতাঃ বৈদ্যুতিক চেয়ারের মৃত্যুদন্ড লেখায় বলেছি। ১৯১০ সালে সর্বপ্রথম হ্যামিলটন বিচ বৈদ্যুতিক “হ্যান্ড হেল্ড ম্যাসাজার” তৈরী করতে সক্ষম হন।
১৯২২ সালে স্টেফান পোপলাওস্কি ব্লেন্ডার আবিষ্কার করেন। পোপলাওস্কিই প্রথম কন্টেইনারের নিচের অংশে ব্লেড সংযুক্ত করেন। পোপলাওস্কি ছিলেন পোলিশ। ১৮৮৫ সালের ১৪ আগস্ট তিনি পোল্যান্ডে জন্মগ্রহন করে এবং ১৯৫৬ সালের ৯ ডিসেম্বর উইসকনসিনের রেসিনে দেহত্যাগ করেন। ১৯৩২ সালে একটি যন্ত্রের প্যাটেন্ট লাভে সক্ষম হন যে যন্ত্রটি ফল এবং সবজিকে তরলে রুপান্তরিত করতে সক্ষম। বুঝতেই পারছেন যন্ত্রটি কি জিনিস! ব্লেন্ডার আবিষ্কারের ফলে রান্নাঘরের সময় অনেকটা কমে এলো। ফলে প্রতিটি আমেরিকানের রান্না ঘরের এখন ব্লেন্ডারের সরব উপস্থিতি। বাঙালী উচ্চবিত্ত তো বটেই এখন মধ্যবিত্তের ঘরেও ব্লেন্ডার পাওয়া যায়। ফলের জুস, মসলা পেষা সব কাজেই ব্লেন্ডারের ব্যবহার চলছে। আমি এক আন্টির বাসায় গিয়ে অবাক হয়ে দেখলাম তিনি চালের গুঁড়ি বানাচ্ছেন ব্লেন্ডারে পিষে।
প্রথম দিকে ব্যবসায়িক ভাবে সফল ব্লেন্ডার হচ্ছে ওয়ার্নিং ব্লেন্ডার। অর্কেষ্ট্রা দলনেতা ফ্রেড ওয়ার্নিং এর নামানুসারে ব্লেন্ডারের নামকরন করা হয়। এটার আসল নাম ছিলো মিরাকল মিক্সার। ১৯৩৭ সালে ওয়ার্নিং ব্লেন্ডার প্রথম বাজারে আসে এবং প্রতিটির মূল্য ছিলো ২৯.৭৫ ডলার। ১৯৫৪ সাল পর্যন্ত মোট ১০ লক্ষ ওয়ার্নিং ব্লেন্ডার বিক্রি হয়। ফ্রেডরিক ওসিয়াস প্রথমে পোপলাওস্কির ব্লেন্ডারের মান উন্নতকরণের উপর কাজ করতেন। তিনি অর্থনৈতিক কারণে পরে ওয়ার্নিং এর সাথে যোগ দেন।
১৯২২ সাল- দ্যা স্টিভেনস ইলেকট্রিক কোম্পানী’র মালিক স্টেপান যে পোপলাওস্কি ব্লেন্ডার উদ্ভাবন করেন।
১৯২২ সাল- ওষুধের দোকান গুলোতে হরলিকস দানা মেশানো দুধ ঝাকানোর কাজে ব্লেন্ডার গুলো বিক্রি করা হতো।
১৯২৩ সাল- দ্যা স্টিভেনস ইলেক্ট্রিক কোম্পানী বাজারে নিয়ে এলো লিকুইফায়ার ব্লেন্ডার। (তরলিকরন ব্লেন্ডার)
১৯৩২ সাল- পোপলাওস্কি ফলের রস তৈরীর মেশিনের প্যাটেন্ট অর্জন করলেন।
১৯৩৭ সাল – ফ্রেডরিক ওসিয়াস পোপলাস্কির ব্লেন্ডারের উন্নতিসাধন করেন এবং বাজারে আনেন মিরাকল মিক্সার।
১৮৩৮ সাল – ওসিয়াস তার পণ্যের নাম পরিবর্তন করে রাখে ওয়ার্নিং ব্লেন্ডার। অর্কেষ্টা দলের দলনেতা ফ্রেড ওয়ার্নিং ছিলেন ওসিয়াসের অর্থদাতা।
১৯৪৬ সাল – জন অস্টার স্টিভেনস ইলেক্ট্রিক কোম্পানী কিনে নেন এবং বাজারে নিয়ে আসেন অসটেরিজার (Osterizer®)।
.
০১ লা মে, ২০১৩ বিকাল ৩:৫৯
দক্ষিনা বাতাস বলেছেন: ধন্যবাদ আরজুপানি। আমি বিস্মিত হলাম। আমার লেখা যে কেউ কপি করতে পারে এটা আমি কল্পনা করতে পারিনি। ভালো খারাপ দুই ধরনের অনুভূতি হচ্ছে।
যাই হোক টেকটিউনসে আমিই ফেরদৌস নামে লিখি। বাকীরা সবাই কপি ক্যাট। নতুন ধরনের অনুভূতি দেয়ার জন্য ধন্যবাদ।
২| ০১ লা মে, ২০১৩ রাত ১০:০০
এরিস বলেছেন: ফলের জুস খেতে চাইনা। মশলা বাঁটার ঝামেলা নেই, আমি হ্যাপি। অনেক কিছু জানলাম। +++
০২ রা মে, ২০১৩ দুপুর ১:৩২
দক্ষিনা বাতাস বলেছেন: মশলা না বাটলেও ফলের রস খেতে চাই।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
আরজু পনি বলেছেন:
বিজ্ঞানের খাতা- পর্ব ১৭: ব্লেন্ডার আবিষ্কার। শুধু ফলের রস বানালেই হবে ...
Click This Link.
১২ ঘন্টা আগে – বৈশাখের শেষে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে আমের মৌ মৌ গন্ধে। আম জাম কাঁঠাল লিচু বনে মধু মাছিরা মুখর হয়ে রবে সারা বেলা। আম আর দুধ দিয়ে ভাত মেখে খেতে ভালো বাসে এমন বাঙালী পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। আমের রস আমাদের উপাদেয় পানীয়। রস আস্বাদন করার জন্য দাঁত আর জিহবা যথেষ্ট হলেও যখন একাধিক ব্যক্তির ...
ফলের রস | টেকটিউনস
Click This Link
বিজ্ঞানের খাতা- পর্ব ১৭: ব্লেন্ডার আবিষ্কার। শুধু ফলের রস বানালেই হবে! জানতে হবে ইতিহাস। blender. বিজ্ঞানের খাতাঃ ব্লেন্ডার বৈশাখের শেষে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে আমের মৌ মৌ গন্ধে। আম জাম কাঁঠাল লিচু বনে মধু মাছিরা মুখর হয়ে রবে সারা বেলা। আম আর দুধ দিয়ে ভাত মেখে খেতে ভালো... বিজ্ঞান ও প্রযুক্তি » ফেরদৌস » 30 April, ...
Techtunes | World's First, The Largest and Most Popular Bangla ...
http://www.techtunes.com.bd/
বিজ্ঞানের খাতা- পর্ব ১৭: ব্লেন্ডার আবিষ্কার। শুধু ফলের রস বানালেই হবে! জানতে হবে ইতিহাস। blender. বৈশাখের শেষে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে আমের মৌ মৌ গন্ধে। আম জাম কাঁঠাল লিচু বনে মধু মাছিরা মুখর হয়ে রবে সারা বেলা। আম আর দুধ দিয়ে ভাত মেখে খেতে ভালো বাসে এমন বাঙালী... বিজ্ঞান ও প্রযুক্তি » ফেরদৌস » 30 April, 2013 » 2 ...
অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুশীলন (সকল এপি, ইউপি সচিব ও উদ্যোক্তাদের ...
bappasarkar.wordpress.com/2013/.../অনলাইন-জন্ম-ও-মৃত্যু-নিব...
২৭ জানুয়ারী, ২০১৩ – শুধু ফলের রস বানালেই হবে! জানতে হবে ইতিহাস। বৈশাখের শেষে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে আমের মৌ মৌ গন্ধে। আম জাম কাঁঠাল লিচু বনে মধু মাছিরা মুখর হয়ে রবে সারা বেলা। আম আর দুধ দিয়ে ভাত মেখে খেতে ভালো বাসে এমন বাঙালী পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। আমের রস আমাদের উপাদেয় পানীয়। রস আস্বাদন করার জন্য দাঁত ...
bangla font | ডিজিটাল সেবা
bappasarkar.wordpress.com/tag/bangla-font/
তো জেনে নেওয়া যাক বিস্তারিত। [...] […] বিজ্ঞানের খাতা- পর্ব ১৭: ব্লেন্ডার আবিষ্কার। শুধু ফলের রস বানালেই হবে! জানতে হবে ইতিহাস। বৈশাখের শেষে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে আমের মৌ মৌ গন্ধে। আম জাম কাঁঠাল লিচু বনে মধু মাছিরা মুখর হয়ে রবে সারা বেলা। আম আর দুধ দিয়ে ভাত মেখে খেতে ভালো বাসে এমন বাঙালী পৃথিবীর বুকে খুঁজে পাওয়া ...
প্রথম শ্রেনি থেকে দশম শ্রেনি পর্যন্ত সকল বই ডাউনলোড করুণ সম্পূর্ণ ...
bappasarkar.wordpress.com/2012/.../প্রথম-শ্রেনি-থেকে-দশম-শ্...
৩১ ডিসেম্বর, ২০১২ – শুধু ফলের রস বানালেই হবে! জানতে হবে ইতিহাস। বৈশাখের শেষে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে আমের মৌ মৌ গন্ধে। আম জাম কাঁঠাল লিচু বনে মধু মাছিরা মুখর হয়ে রবে সারা বেলা। আম আর দুধ দিয়ে ভাত মেখে খেতে ভালো বাসে এমন বাঙালী পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। আমের রস আমাদের উপাদেয় পানীয়। রস আস্বাদন করার জন্য দাঁত ...
বি সি এস পরীক্ষার সকল কিছু অনলাইনে (মেগা টিউন) ~ Bangla Newspaper
basosn.blogspot.com/2012/10/blog-post.html
২৭ সেপ্টেম্বর, ২০১২ – [image: blender] বৈশাখের শেষে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে আমের মৌ মৌ গন্ধে। আম জাম কাঁঠাল লিচু বনে মধু মাছিরা মুখর হয়ে রবে সারা বেলা। আম আর দুধ দিয়ে ভাত মে...
31 minutes ago. Sample Resume Objectives · Anthropology Resume Objective - Anthropology resume objective is a career objective statement ...
মালোয়েশিয়া লটারি | ডিজিটাল সেবা
Click This Link
তো জেনে নেওয়া যাক বিস্তারিত। [...] […] বিজ্ঞানের খাতা- পর্ব ১৭: ব্লেন্ডার আবিষ্কার। শুধু ফলের রস বানালেই হবে! জানতে হবে ইতিহাস। বৈশাখের শেষে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে আমের মৌ মৌ গন্ধে। আম জাম কাঁঠাল লিচু বনে মধু মাছিরা মুখর হয়ে রবে সারা বেলা। আম আর দুধ দিয়ে ভাত মেখে খেতে ভালো বাসে এমন বাঙালী পৃথিবীর বুকে খুঁজে পাওয়া ...