নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর পড়া নয়, এখন শুধুই ঘোরা। কয়েকদিন শুধু ঘুরব আর ঘুরব।দূর পাহাড়ে যাব, চাকমাদের ব্যাং ভাজা খাওয়া দেখব, মগ মেয়ের ঝরণা থেকে কলস ভরে পানি নেওয়া দেখব। সাগরে যাব, ডলফিনের সাথে সাঁতার কাটব, সুটকি ভরতা আর রূপচাঁদা ফ্রাই দিয়ে ভাত খেয়ে রৌদ্রে গা ড্রাই করে নেব। ভরা নদীতে মাঝিদের সাথে নৌকায় শুয়ে কাঁটাব রুপালী রাত্রি।
জার্মানীর ইতিহাস পড়ছিলাম। এক সময় জার্মানী আজকের মত একত্রই ছিলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানীকে ভেঙে দুই টুকরো করে ফেলা হয়। পূর্ব জার্মানী এবং পশ্চিম জার্মানী। মাঝকানে কাঁটাতার হয়ে দাঁড়িয়ে রইলো বার্লিন প্রাচীর। একই মানুষ, একই ভাষা কিন্তু দুটি দেশ। এক জার্মানী ছিলো আমেরিকার হাতে। তারা সেখানে গণতন্ত্রের চাষ করলো। অন্য অংশ ছিল সোভিয়েত রাশিয়ার নিয়ন্ত্রণে। সেখানে হত কমিউনিজমের চাষ। ডেমোক্রেসি আর কমিউনিজমের বিরোধিতা নিরন্তর। তবু শত বিপত্তিকে পাশ কাটিয়ে জার্মানী এক হতে পেরেছে। সকল ভিন্ন মতের সম্মিলন ঘটিয়ে দুই জার্মানী এক হয়েছে আবার, ধ্বংস করা হয়েছে বার্লিন প্রাচীর। জার্মানী এখন পৃথিবীর পরাশক্তিগুলোর মধ্যে অন্যতম একটি দেশ।
ভারতবর্ষের ইতিহাসে বাংলা ভূখন্ড একটি অনস্বীকার্য অধ্যায়। বাংলার আছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কিন্তু শাসককূল এবং রাজনীতিবীদদের ব্যর্থতায় আজ বাংলা দুটুকরো হয়ে গেছে। পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা। একই ভাষা, একই মানুষ, কিন্তু দুটি প্রদেশ। সাতচল্লিশে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান নাম ধারণ করে পাকিস্তানের প্রদেশ হিসেবে অংগীভূত হয়। অন্যদিকে পশ্চিম বাংলা ভারতের অংশে যুক্ত হয়। বার্লিন প্রাচীরের মত প্রাচীর নেই এখানে। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এখানে ধর্ম নামের এক বিশাল বাঁধা আছে। দুই জার্মানীর মত দুই বাংলার এক হওয়া তাই অত সহজ হবে বলে আমি মনে করিনা।
তবু স্বপ্ন দেখতে দোষ নেই। সেই স্বপ্নে হয়ত দুই দেশের সার্বভৌমত্ব নিয়ে সংকট দেখা দেবে। তবু আমি স্বপ্ন দেখতে। পৃথিবীতে শুধু বিচ্ছিন্নকামী নয় সংযুক্তকামী মানুষও আছে। একদল শাসকের ব্যর্থতায়, ভূল থিয়োরিতে যে বাংলা আলাদা হয়ে গেছে হয়ত অনাগত ভবিষ্যতে আরো একদল শাসকের হাতে আবার দুই বাংলা একীভূত হবে। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা মিলে শুধু একটি দেশ হবে, শুধু বাংলাদেশ।
পক্ষ, বিপক্ষ, মত দ্বিমত সব কিছুই থাকতে পারে এই ভাবনায়। কিন্তু এই আন্দোলনটি যেন হয় অহিংস আন্দোলন সেই প্রত্যাশা রেখে যাচ্ছি অনাগত ভবিষ্যতের কাছে।
শাসক, রাজনীতিবীদদের অদূরদর্শীতা এবং ব্যর্থতায় বাংলা দুটুকরো হয়েছিলো সাতচল্লিশে। জার্মানীর মত আমরা স্বপ্ন দেখি অবিচ্ছিন্ন বাংলার। শুধু বাংলাদেশ।
facebook: http://www.facebook.com/shudhu.bangladesh
২| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:২৫
সোজা কথা বলেছেন: মনে হয় না সম্ভব। যাইহোক, তারপরেও আশায় বুক বাধা!
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৮
দক্ষিনা বাতাস বলেছেন: এক প্রজন্ম না পারলেও অন্য প্রজন্ম পারবে।
৩| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:২৪
আম্মানসুরা বলেছেন: আমাদের এই ভূখণ্ড টি বাংলাদেশ, পাকিস্তান, ভারত বা ভারতবর্ষ যাই হোক না কেন তাতে আমাদের সমস্যা নাই সমস্যা শাসক কুলের। আমরা যেমন ছিলাম, তেমন আছি ও থাকব।
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৭
দক্ষিনা বাতাস বলেছেন: আমি আপনার সাথে একমত ভাই।
৪| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৪
বাংলার হাসান বলেছেন: আপনি বাংলার যে সীমানা আপনার লিখায় মাধ্যমে উস্থাপন করেছেন তা মূল বাংলার যে স্বাধীন সীমানা ছিল তার চেয়ে অনেক কম। যদি সত্যিকারেই আপনি স্বপ্ন দেখেন হাজার বছর আগে স্বাধীন বাংলার যে সীমানা ছিল পুরাটা নিয়েই স্বপ্ন দেখুন। তাতে স্বপ্ন সফল হবার সম্ভবনা বেশী হবে বলেই মনে করি।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৪ সকাল ৯:৫০
নাইমুল ইসলাম বলেছেন: সপ্ন দেখলে দোস নাই