![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাঙ্গা-হাঙ্গামা বা সড়ক-মহাসড়কের যানজটের পরিস্থিতির চিত্র তুলে আনতে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যুক্ত হতে যাচ্ছে চারটি কোয়াড কপ্টার ড্রোন। কম্পিউটার নিয়ন্ত্রিত এসব ড্রোনে যুক্ত থাকবে টেলিলেন্সওয়ালা একাধিক ক্যামেরা। ড্রোনগুলো একনাগারড়ে পাঁচ-ছয় ঘণ্টা কাজ করতে সক্ষম। নির্দিষ্ট কন্ট্রোল সেন্টার থেকে এসব নিয়ন্ত্রণ করা হবে। নিরাপত্তার জন্য সরকার ঢাকা মহানগর পুলিশে অনেক টেকনোলজিক্যাল ইক্যুইপমেন্ট যুক্ত করেছে। কিছুদিন আগে মোবাইল কমান্ড কন্ট্রোল সেন্টার যুক্ত হয়েছে। এর ধারাবাহিকতায় ডিএমপিতে চারটি ড্রোন যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। ড্রোনের মাধ্যমে ওপর থেকে সার্ভিল্যান্স করা যাবে। রাজধানীসহ দেশের কোথাও বড় ধরনের কোনো দাঙ্গা-হাঙ্গামা ও দুর্যোগ হলে ছবি তুলতে এই ড্রোন ব্যবহার করা হবে। অনেক সময় দাঙ্গা-হাঙ্গামার স্থানে সড়ক ব্যবস্থা অপ্রতুলতার কারণে যথা সময়ে পৌঁছানো সম্ভব হয় না। এ ছাড়া রিমোর্ট এলাকাতেও অনেক সময় ফোর্স যেতে পারে না। এ কারণে টেলিলেন্সওয়ালা ক্যামেরা সংযুক্ত ড্রোন থেকে ঘটনাস্থলের চিত্র কন্ট্রোল রুমে বসে সরাসরি দেখা যাবে। এতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে সহজ হবে। বড় জনসভায় নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ব্যবহার করে উপর থেকে চিত্র নেওয়া যাবে। এতে জনসভাগুলোতেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সহজেই পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হবে এবং ছবি দেখে অপরাধীদের শনাক্ত করা যাবে। ড্রোন কম্পিউটার নিয়ন্ত্রিত বিধায় অল্পসময়ে প্রযুক্তি জানাশোনা পুলিশ কর্মকর্তা এটি পরিচালনা করতে পারবেন। সরকারের এ পদক্ষেপে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
©somewhere in net ltd.