![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাধ্যমিক শিক্ষা উন্নয়নে আরও ২ হাজার ১২০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। এর আগে সহজ শর্তে সংস্থাটি ঋণ দিয়েছিল ১ হাজার ৯৬ কোটি টাকা। অতিরিক্ত এ অর্থায়নের ফলে নতুন করে ৯০টি উপজেলার সব স্কুলে উপবৃত্তি কর্মসূচী চালু করাসহ শিক্ষা উন্নয়নে বিভিন্ন কর্মসূচী সম্প্রসারণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলার মাধ্যমিক স্কুলে উপবৃত্তি এবং শিক্ষার মান উন্নয়নে নানা কর্মসূচী পরিচালিত হয়েছিল। এখন বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থ পাওয়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির হার এবং টিউশন ফি বৃদ্ধি পাবে সেই সঙ্গে প্রকল্পের মেয়াদও বাড়ছে সাড়ে তিন বছর। দেশে চলমান ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অধিকসংখ্যক শিক্ষার্থী ভর্তির জন্য বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন, শ্রেণীকক্ষ নির্মাণ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, শিক্ষার সকল ক্ষেত্রে আইসিটি ও কারিগরি শিক্ষার প্রয়োগ, শিক্ষার গুণগতমান উন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নয়নের জন্য এ অর্থ ব্যয় করা হবে। সরকারের এ আন্তরিক প্রচেষ্টা অভিভাবক মণ্ডলের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
©somewhere in net ltd.