![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রপ্তানি আয়ে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি এবং এ সংশ্লিষ্ট সহায়ক সেবা (আইটিইএস) খাত। এ খাতে ২০১২-১৩ অর্থবছরের ১১ মাসে রপ্তানি আয় এসেছে ৯ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার। এর আগের বছর এ খাতে এসেছিল ৭ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার। এক বছরে রপ্তানি আয় বেড়েছে ৩০ দশমিক ৬৭ ভাগ। মূলত সফটওয়্যার তৈরি ও উন্নয়ন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোস্যাল মার্কেটিং এ খাতের রপ্তানিতে অবদান রাখছে। ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন ও গ্রাফিক্স ডিজাইনের ফ্রিল্যান্স আউটসোর্সিং কাজের মাধ্যমে আয় বাড়ছে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে এ খাতের বিভিন্ন পণ্য ও সেবা রপ্তানি করছে দেশের প্রতিষ্ঠানগুলো। দেশে এ খাতে দক্ষতাসম্পন্ন জনবল রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ সেবার চাহিদাও বাড়ছে। আর এসব দেশে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেবার গ্রহণযোগ্যতা রয়েছে। আগামীতে এ খাতের রপ্তানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করছেন সুধিমহল। এ খাতের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে। অভিজ্ঞ জনবলের সহজলভ্যতা ও শ্রমের মজুরি কম হওয়ায় তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি বাড়ানো সম্ভব। আর এ সম্ভাবনা বিবেচনায় নিয়ে এ খাতের রপ্তানির জন্য বড় ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার উদ্যোগ নেবে ইপিবি। পাশাপাশি এ খাতের জন্য একটি বিশেষায়িত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গঠনের বিষয়েও সংস্থাটির পরিকল্পনা রয়েছে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এ খাত বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
©somewhere in net ltd.