![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানিতে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ। জিডিপিতেও এ খাতের অবদান ক্রমেই দৃশ্যমান হচ্ছে। ২০১৩-১৪ অর্থবছরের প্রথম চার মাসে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের রপ্তানি প্রায় তিন কোটি ৬৭ লাখ ডলারের। আগের অর্থবছরের চেয়ে এ প্রবৃদ্ধি ৫১ শতাংশ। বিগত ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি থেকে ১০০ মিলিয়ন ডলার আয় করছে। গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় প্রথমবারের মতো ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার ছাড়িয়েছে। আর চলতি অর্থবছর ১৫ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের শীর্ষ ১০টি রপ্তানি খাতের একটিতে স্থান করে নিয়েছে এ খাত। বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি খাতের পণ্য ও সেবা রপ্তানি হয় বিশেষত উত্তর আমেরিকা, ইউরোপসহ দূরপ্রাচ্যের দেশগুলোয়। এর মধ্যে রপ্তানি বাজার হিসেবে শীর্ষ ১০ দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, ভারত, জাপান ও আরব আমিরাত। মূলত সফটওয়্যার তৈরি ও উন্নয়ন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন, গ্রাফিক ডিজাইন এ খাতের রপ্তানিতে অবদান রাখছে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে এ খাতের বিভিন্ন পণ্য ও সেবা রপ্তানি করছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। আর দেশের ১৬০টিরও বেশি প্রতিষ্ঠান এ খাতের রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছে।
©somewhere in net ltd.