নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হলে স্থিতিশীল রাজনীতির বিকল্প নেই। সন্ত্রাসের রাজনীতি পরিত্যাগ করলেই অর্থনীতি এগিয়ে যাবে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

অর্থনীতি মূলত একটা দেশের সামগ্রিক উন্নতির হাতিয়ার এবং প্রকৃতপক্ষে এর সঠিক ব্যবহারই আমাদের মতো উন্নয়নশীল দেশকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে । কিন্তু এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন দেখা যায়। সেটা হলো সন্ত্রাসের রাজনীতির ফলস্বরূপ অর্থনীতির ক্ষতিগ্রস্ততা। যেখানে সুস্থ রাজনীতি দিতে পারে অর্থনীতির সাবলীল চলনক্ষমতা, সেখানে এর অপব্যবহার এবং এই সন্ত্রাসের রাজনীতির মাধ্যমে অর্থনীতি যে ক্ষতির সম্মুখীন তার ক্ষতিপূরণ ভবিষ্যতে কোন একদিন অসম্ভব হয়ে উঠবে। তাই সকল প্রকার অপরাজনীতি কিংবা সন্ত্রাসের রাজনীতি পরিত্যাগ করে মূলত দেশের অর্থনীতি বাঁচাতে এগিয়ে আসতে হবে এবং অর্থনীতি কার্যত কি অর্থ বহন করে, তার অর্থবহতাও অনুধাবন করতে হবে। রাজনীতির সাথে অর্থনীতির নিবিড় সম্পর্ক বিদ্যমান। সেই নীতির রাজারা যদি দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তখন সাধারণ মানুষের আর কি করার থাকে। যে কোনো রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। অর্থনীতির চাকা সচল রাখতে দরকার স্থিতিশীল রাজনীতি। সাথে সাথে চাই টেকসই গণতন্ত্র। কিন্তু আমাদের দেশে এই দুটি জিনিসের বড়ই অভাব। অর্থনীতির চাকা সচল থাকলো না অচল হলো সেটা দেখার সময় আমাদের রাজনীতিবিদদের নেই। নোংরা রাজনীতির মারপ্যাচে নিঃস্ব হচ্ছে সহজ সরল কৃষক। সাথে সাথে ভেঙ্গে পড়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে যোগাযোগ ব্যবস্থা অচল করে শুধু ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করে ধ্বংস করা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনাময় অর্থনীতি। দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হলে স্থিতিশীল রাজনীতির বিকল্প নেই। ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করাই হবে আজকের রাজনীতিবিদদের জন্য নতুন চ্যালেঞ্জ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.