![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ঔষধ শিল্পপার্ক স্থাপন প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়েছে। ভূমি অধিগ্রহণের জটিলতা থাকায় এতদিন প্রকল্পটির বাস্তবায়ন আটকে ছিল। অনুমোদনের মধ্য দিয়ে সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্প গ্রহণের ৫ বছর পর বাস্তবায়ন কাজ শুরু হচ্ছে। ২০১০ সালে এটি সমাপ্ত হওয়ার কথা থাকলেও ২০১৫ সাল পর্যন্ত নতুন করে সময় বাড়ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা অনুযায়ী ২০১৬ সাল থেকে পেটেন্ট ড্রাগ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য রয়েলটি প্রযোজ্য হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ও দেশীয় বাজারে ক্রমবিকাশমান ঔষধ শিল্পকে প্রতিযোগিতায় সক্ষম করার জন্য এর ৯০ শতাংশ আমদানিনির্ভর কাঁচামাল দেশে উৎপাদন করতে হবে। এ লক্ষ্যেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পশ্চিম বাউশিয়া ও লক্ষীপুর মৌজায় এপিআই শিল্পপার্ক স্থাপনের স্থান নির্ধারণ করা হয়েছে। ২০০৮ সালের ২২ মে এ প্রকল্পটি অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটি পূর্ণরুপে বাস্তবায়িত হলে ঔষধ শিল্পের কাঁচামাল সরবরাহে আমদানি নির্ভরতা কমে আসবে এবং দেশ অর্থনৈতিক ভাবে লাভবান হবে।
©somewhere in net ltd.