![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের উত্থান কুখ্যাত হেনরী কিসিঞ্জারের বাংলাদেশ বিরোধী মন্তব্যকে মিথ্যা প্রমাণ করেছে। স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের এ শিল্প বিশ্বের নামী-দামী ব্র্যান্ডের কাছে এখনো বাংলাদেশ আকর্ষণীয় গন্তব্য স্থল হিসাবে প্রতিষ্ঠিত। অথচ বাংলাদেশের কতিপয় লোক কোন তথ্য ছাড়াই সম্ভবনাময়ী এইখাত সম্বন্ধে নৈরাশ্যজনক মন্তব্য ছড়িয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নস্যাতের চেষ্টায় লিপ্ত। এ বিষয়ে অনেকের দায়িত্বহীন মন্তব্য সরকারের বিরোধিতা করা এবং রাষ্ট্রের স্বার্থবিরোধী কথার সাথে গুলিয়ে ফেলছেন। সংশ্লিষ্টদের স্মরণ রাখা দরকার, পোশাক শিল্পে বাংলাদেশের সক্ষমতা তৈরি করেছে এদেশের তরুণ শিল্প উদ্যোক্তারা। ১৯৮০'র দশকে ন্যূনতম সংখ্যক উদ্যোক্তা থেকে আজ এ সংখ্যা ২৫০০-৩৫০০ এর কোঠায়। এ সাহসী উদ্যোক্তাদের সিংহভাগই প্রাথমিক পর্যায়ে চাকরিতে নিয়োজিত ছিলেন। আজ তারা সম্মানিত এবং প্রতিযোগী উদ্যোক্তা। শুধু দেশীয় পর্যায়ে নয় এ প্রতিযোগিতা, আন্তর্জাতিক পরিসরে শীর্ষ পোশাক শিল্প প্রতিযোগী শক্তিধর দেশসমূহের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ। প্রতিযোগিতার এ শক্তি কোথায় পেল বাংলাদেশের পোশাক শিল্প তা বিরোধীদের খতিয়ে দেখা দরকার। ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে তাদেরকে সবার্ত্মক সহযোগিতায় এগিয়ে আসা দরকার। পোশাক শিল্পের সুনাম অক্ষুণ্ণ রাখতে সরকারের পাশাপাশি বিরোধী রাজনীতিকদের উচিত এসব কুচক্রীদের হাত থেকে বাংলাদেশের উদীয়মান পোশাক শিল্পকে রক্ষা করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। তবেই আমাদের সম্ভাবনাময় পোশাক শিল্পের উজ্জল ভবিষ্যৎ ধরে রাখা সম্ভব হবে।
©somewhere in net ltd.