![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবেশী দেশের চেয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, ইতিমধ্যে বিশ্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশে কোন মন্দা নেই। অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ আমেরিকার মতো দেশ লক্ষাধিক শ্রমিক ছাঁটাই করলেও বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি। মধ্য এশিয়ার দেশগুলোতেও চরম অশান্তি বিরাজ করছে। কারণ যোগ্য জনবল না থাকার কারণে তারা কারো না কারো শরণাপন্ন হয়েছে। যার ফলে প্রতিনিয়ত দেশগুলোতে দাঙ্গা-হাঙ্গামা চলছে। বিশ্বের এই অবস্থার প্রেক্ষিতে বর্তমান সরকার ভবিষ্যতের কথা চিন্তা করে দক্ষ জনবল তৈরি না হওয়া পর্যন্ত বিদেশীদের দিয়ে খনিজ সম্পদ উত্তোলন করবে না। নিঃসন্দেহে সরকারের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। বিশ্ব জুড়ে মন্দা থাকা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আর এর জন্য বড় ভূমিকা রাখছে গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কারণে উন্নত বিশ্বের দেশগুলো আমাদের দেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে। খাদ্য নিরাপত্তা, মাতৃমৃত্যু হ্রাস, চিকিৎসা সেবা উন্নীতসহ অর্থনীতির ছয়টি ক্যাটাগরিতে বাংলাদেশ অনেক এগিয়েছে। গ্রামের মানুষ এখন অনেকটাই ভাল। উত্তরাঞ্চলকে মন্দার অঞ্চল বলা হলেও বর্তমানে দেশে কোন মঙ্গা নেই। সরকারের দক্ষতা ও কার্যকরী পদক্ষেপে অর্থনীতির সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.