![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া ১৬ শর্তপূরণে ক্যাডারবঞ্চিতদের কল-কারখানা পরিদর্শক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পদ পাননি তাদের মধ্য থেকে এই নিয়োগ দেয়া হবে। যুক্তরাষ্ট্রের দেয়া এ্যাকশন প্ল্যান অনুযায়ী ১৬ শর্তের মধ্যে ইতোমধ্যে ১৩টি পূরণ করা হয়েছে। বাকি তিনটি শর্তও খুব শীঘ্র পূরণ করা হবে। জিএসপি ইস্যুতে মার্চের প্রথম সপ্তায় ঢাকায় বাংলাদেশের বাণিজ্য, শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, গ্রেট ব্রিটেন ইউকে এবং কানাডার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। ফরেন ডাইরেক্ট ইনভেস্ট আনতে বর্তমান সরকার ওয়ানস্টপ সার্ভিস আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এছাড়া অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়ানো হচ্ছে। পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। জুলাই-ডিসেম্বর পর্যন্ত ইতিমধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ শতাংশ বেশি পোশাক রপ্তানি হয়েছে। এছাড়া চলতি বছর রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। বছর শেষে লক্ষ্যমাত্রা পূরণ হবে। মন্দার মধ্যেও দেশের অর্থনৈতিক চাঙ্গা ছিল, প্রবৃদ্ধি কমেনি এবং রিজার্ভ বেড়েছে। আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের দেয়া শর্ত অতিশীঘ্রই পূরণ হবে, দেশ জিএসপি সুবিধা ফিরে পাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
©somewhere in net ltd.