![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্যুৎ খাতে বড় অঙ্কের ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাওয়ার সিস্টেম এক্সপানশন এ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্র্রোগ্রমের দ্বিতীয় অংশ বাস্তবায়নে ২ হাজার ৪৮০ কোটি টাকার ঋণ চুক্তি হয়েছে। এডিবির বিদ্যুৎ খাতে এটি সবচেয়ে বড় সহায়তা। প্রথম ট্রান্সে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থা যুক্ত ছিল। দ্বিতীয় ট্রান্সে সঞ্চালন এবং তৃতীয় ট্রান্সে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ দক্ষতার উন্নয়ন করা হবে। বিদ্যুৎ খাত উন্নয়নে মাল্টি ডোনারের মাধ্যমে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে। এ কর্মসূচীর আওতায় প্রস্তাবিত ফেজ-২ কর্মসূচীর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে সঞ্চালন এবং বিতরণ সক্ষমতা বৃদ্ধি করা। এ কর্মসূচীর আওতায় চারটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়াও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর আওতাধীন ৪০০/২৩০/১৩২ কেভি গ্রিড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মাল্টি ট্রান্স ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এমএমএফ) এর আওতায় ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিবে। এ কর্মসূচীর আওতায় এডিবি তিন কিস্তিতে মোট ৭০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এসব প্রজেক্ট সফলভাবে সমাপ্ত হলে দেশের বিদ্যুৎ চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব হবে।
©somewhere in net ltd.