![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশ থেকে ২১টি পণ্য শ্রীলংকায় রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, শিপিং এবং পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ-শ্রীলংকা কাজ শুরু করেছে। তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাতপণ্য, সিরামিক, জুস, খাদ্যপণ্য, সব্জি, মরিচ, নির্মাণসামগ্রী, মেলামাইন, কাগজ ও কাগজের বোর্ড, ফুল, প্লাস্টিক পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, সয়াবিন তেল, আলু, সার এবং কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে শ্রীলংকার বাজারে। এবার এসব পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে শ্রীলংকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সরকারীভাবে বিভিন্ন উদ্যোগের ফলে ঐ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকার। ইতিমধ্যে হামবানটোটা সমুদ্রবন্দর বাংলাদেশকে ব্যবহারের অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা। এ প্রস্তাব বাংলাদেশের জন্য বিশাল সুযোগ। বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে ৭১ মিলিয়ন ইউএস ডলারের ব্যবসা রয়েছে। এটিকে আরও বাড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার। এ ছাড়া শ্রীলংকার বিনিয়োগ আনতেও সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার কথা চিন্তা ভাবনা করছে।
©somewhere in net ltd.