![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃষকদের কল্যাণে প্রশিক্ষণ, সার বিতরণ, মানসম্মত বীজ বপণ, ডিজেল ক্রয়ে অর্থ প্রদান, কৃষি যন্ত্রপাতি সরবরাহসহ বিভিন্ন সম্প্রসারণমূলক সেবা দিয়েছে বর্তমান সরকার। যার মাধ্যমে উৎপাদন বেড়েছে ধান, গম, তিল, ডাল, ভুট্টাসহ বিভিন্ন ফসলের। দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের দেয়া হয়েছে নিরবচ্ছিন্ন সেবা। সেবা সমূহঃ
কৃষকদের ঘরে ঘরে সার পৌঁছে দেয়ার জন্য ৩ হাজার ৯৩২ জন খুচরা সার বিক্রেতা নিয়োগ।
১৪ লাখ ৭ হাজার ১৮৯ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ।
কৃষকদের লেনদেনের সুবিধার্থে ১০ টাকার ব্যাংক হিসাব নম্বর খোলা হয়েছে ১০ লাখ ১২ হাজার ৭২৮টি।
কৃষি পূর্নবাসন ও বিনামূল্যে বীজ ও সার বাবদ ৭ লাখ ৩০ হাজার ৫৯৮ জন কৃষককে ৬৯ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৪৮৪ টাকা সহায়তা প্রদান।
সেচকাজের ব্যবহৃত ডিজেল ক্রয়ের জন্য ৭ লাখ ৩৭ হাজার ৩০৪ জন কৃষককে নগদ ৫০ কোটি ৪ লাখ ৩৪ হাজার ৪৩৩ টাকা প্রদান।
২৫% ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে পাওয়ারটিলার, ট্রাক্টরসহ মোট ৩ হাজার ৫৩৮টি কৃষি যন্ত্রপাতি বিতরণ।
২ লাখ ৩৯ হাজার ৫৭৬ হেক্টর জমিতে সেচের সম্প্রসারণ।
বিনামূল্যে ৩১ লাখ ২ হাজার ৮৭৮টি ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ।
ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনায় ২ লাখ ৩৪ হাজার ৯২৫ জন কৃষককে বিনামূল্যে ১ হাজার ১৭৮ দশমিক ৭৫ টন রাসায়নিক সার ও নগদ ৪ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকা প্রদান।
সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে কৃষকদের সমস্যার সমাধান দেয়া হচ্ছে। সরকারের সম্মিলিত প্রচেষ্টায় বিগত ৫ বছরে কৃষকদের কল্যাণে ব্যাপক কার্যক্রম পরিচালিত হয়েছে এবং বর্তমানে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
©somewhere in net ltd.