নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বৈদেশিক মুদ্রার মজুদ ১৯শ’ কোটি ডলার ছাড়িয়েছে। সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসেবে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫





বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ আবারও নতুন রেকর্ডে বা উচ্চতায় অবস্থান নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বুধবার এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৯০৪ কোটি ৮০ লাখ ডলার। সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসেবে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। মাত্র তিন মাসের ব্যবধানে ১০০ কোটি ডলার রিজার্ভ বেড়েছে। গত সাড়ে চার বছরে রিজার্ভ বৃদ্ধির পরিমাণ ছিল ৯০০ কোটি ডলার। সরকারের স্বদিচ্ছা, আমদানি ব্যয় কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি আয়ে ভাল প্রবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি রপ্তানিকারকদের দেওয়া প্রণোদনার ফলে রপ্তানি আয় বৃদ্ধিসহ নানা কারণে রিজার্ভ বেড়েছে। এই রিজার্ভ দিয়ে প্রায় সাত মাস আমদানি ব্যয় মেটানো সম্ভব। জানুয়ারি মাসে প্রবাসীরা ১২৫ কোটি ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা চলতি ২০১৩-১৪ অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি। অর্থবছরের বাকি পাঁচ মাসে (ফেব্রুয়ারি-জুন) রেমিটেন্সের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক ও বিশেষজ্ঞরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.