নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

আগামী অর্থবছরের (২০১৪-১৫) জন্য ৭৯ হাজার কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) আসছে। যা হবে এ যাবতকালের সর্বোচ্চ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

আগামী অর্থবছরের (২০১৪-১৫) জন্য ৭৯ হাজার কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) আসছে। যা হবে এ যাবতকালের সর্বোচ্চ। ইতোমধ্যেই এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যায়। চলতি অর্থবছরে ৬৫ হাজার ৮৭২ কোটি টাকা এডিপি বাস্তবায়িত হচ্ছে। সে তুলনায় নতুন এডিপিতে বরাদ্দ বাড়ছে ১৩ হাজার ১২৮ কোটি টাকা। নতুন এডিপিতে ভৌত অবকাঠামো খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানা গেছে। সরকারের নির্বাচনী ইশতেহার এবং উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি আকারও বাড়ছে একই কারণেই। আগামী অর্থবছরে নতুন এডিপি সরকারের চলমান ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কেননা ২০১৪-১৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৯ হাজার কোটি টাকা। গত অর্থবছরে এডিপির আকার ছিল জিডিপির ৫ দশমিক ৩ শতাংশ এবং সংশোধিত এডিপির আকার আরও বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরের সংশোধিত এডিপির ৯৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে। গত চার বছর ধরে এই বাস্তবায়নের হার ক্রমান্বয়ে উর্ধমুখী এবং গত অর্থবছরে সংশোধিত এডিপি বাস্তবায়নে রেকর্ড গড়েছে। অন্যদিকে চলতি অর্থবছরেও সর্বোচ্চ আকারের এডিপি বাস্তবায়িত হচ্ছে। তাই আগামী অর্থবছরেও এডিপির আকার বাড়বে এটিই স্বাভাবিক। এর অর্থই হচ্ছে সরকারী বিনিয়োগের সক্ষমতা বাড়ছে। ফলে বেসরকারী বিনিয়োগও বাড়বে। স্থানীয় সরকার খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে চলতি অর্থবছরের (২০১৩-১৪) জন্য ৬৫ হাজার ৮৭২ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪১ হাজার ৩০৯ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা। বর্তমান সরকারের এ ধরণের সুদূরপ্রসরি চিন্তা, পরিকল্পনা, বাস্তবায়ন বাংলাদেশের প্রতিটি জনগণের প্রশংসা কুড়িয়েছে যা ভবিষ্যৎ নাগরিক মডেল হিসেবে গ্রহণ করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.