![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে দেশের বিভিন্ন জেলায় স্থাপিত বিসিক শিল্পনগরীতে ৪ হাজার ২শ’ শিল্প ইউনিট উৎপাদনরত আছে। এগুলোতে প্রায় ৫ লাখ ৪ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শুধু ২০১২-১৩ অর্থবছরে শিল্পনগরীর বিভিন্ন কারখানায় ৩৬ হাজার ৯৭ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়েছে। এর মধ্যে শতকরা ৫৮ ভাগ রপ্তানিযোগ্য পণ্য। শিল্পনগরীগুলো থেকে সরকার এক বছরে প্রায় ২ হাজার ৩১২ কোটি টাকা রাজস্ব আয় করেছে। পাকিস্তান সৃষ্টির দশ বছর পর পূর্ব-পাকিস্তানের আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ইপ্সিক তথা বর্তমানের বিসিক প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় উন্নয়নের এ দর্শন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক জেলায় একটি করে থানা ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপন করেছেন। এসব টিটিসির আওতায় ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে প্রশিক্ষণ ও উদ্যোক্তা সেবা বাড়িয়ে দেশে দক্ষ জনবল তৈরি করা সম্ভব। এর মাধ্যমে প্রশিক্ষিত জনবল রপ্তানি করে রেমিটেন্স আয় বৃদ্ধির সুযোগ রয়েছে। বিসিকের ঐতিহ্য সমুন্নত রাখতে দেশের বিভিন্ন এলাকার শিল্প সম্ভাবনা যাচাই করে বাস্তবসম্মত কর্মসূচী গ্রহণ করা জরুরী। দেশের প্রায় ২ কোটি মানুষ স্বকর্মে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করছেন। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য তাদের শিল্প উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিসিক শিল্প নগরীর ভূমিকা যেমন রয়েছে তেমনি বেকার সমস্যা সমাধানেও এর ব্যাপক ভূমিকা রয়েছে।
©somewhere in net ltd.