![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বাংলাদেশ চিলির বাজারে তৈরি পেশাক, ঔষধ, পাটপণ্য, চামড়াজাত পণ্য রপ্তানি করে আসছে। গত অর্থ বছরে এ রপ্তানির পরিমাণ ছিল ৩০ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বাংলাদেশ চিলি থেকে বিভিন্ন পণ্য আমদানি করেছে ৬ দশমকি ২০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ চিলি থেকে আমাদানির তুলনায় ২৪ দশমকি ১৭ মিলিয়ন মার্কিন ডলার বেশি রপ্তানি করেছে। চিলির বাজারে বাংলাদেশের তৈরি পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধি এবং নতুন রপ্তানি বাজার সৃষ্টির জন্য বর্তমান সরকার চিলির সাথে বাংলাদেশের অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পাদিত করেছে। যে কারনে বাংলাদেশ আগামী ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে চিলির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ পাবে। চিলির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারে চিলিতে বাংলাদেশের রপ্তানি বহুগুণ বেড়ে যাবে। আর চলতি অর্থ বছরে বাংলাদেশ নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৩০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। বাংলাদেশ হবে অর্থনৈতিক সমৃদ্ধপূর্ণ একটি উন্নত দেশ।
©somewhere in net ltd.