নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর জরুরী নির্দেশনা

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৫

সরকারের অন্যতম আলোচিত বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প বাস্তবায়নে ৫৫ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় চীনা কোম্পানি। সম্প্রতি এ প্রকল্পের বিষয়ে চায়না গ্রেটওয়াল ইন্ডাস্ট্রি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয়ের কাছে পাঠানো এ প্রস্তাবে অর্থায়নসহ প্রকল্পটির সব ধরনের কাজ সম্পন্ন করার আগ্রহ দেখানো হয়েছে। এ ধরনের প্রকল্প বাংলাদেশের জন্য একেবারেই নতুন। অভিজ্ঞতাও অনেক কম। ফলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অনেক ভেবে চিন্তে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী চায়নার গ্রেটওয়াল ইন্ডাস্ট্রিজ। সম্প্রতি প্রতিষ্ঠানটি অর্থ মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এ প্রস্তাব দেয়। সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়ন জরুরী। প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে এ প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন। চীনা কোম্পানিটি স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে অত্যন্ত পারদর্শী। তারা ১৯৫৯ সালে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের অভিজ্ঞতা অর্জন করে। ৫৫ বছরের অভিজ্ঞতায় বিশ্বব্যাপী এ পর্যন্ত ১ হাজার ২০০ স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে জড়িত ছিল এ প্রতিষ্ঠনটি। কাডেমিশিয়ান এমএফ রাসিনেভ ‘ইনফর্মেশন স্যাটেলাইট সিস্টেম’ (আইএসএস-রাসিনেভ) নামক এ প্রতিষ্ঠান এখন স্যাটেলাইট ডিজাইন, ম্যানুফ্যাকচার পেস সিস্টেমের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যাবলী ও সরবরাহ, প্ল্যাটফর্ম তৈরি ও উৎক্ষেপণসংক্রান্ত সকল বিষয়। চিঠিতে বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পেও একইভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। চীনের প্রতিণ্ঠান ‘চায়না গ্রেটওয়াল ইন্ডাস্ট্রিজ’ এ বিষয়ে যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটি প্রযুক্তি ও অর্থনৈতিক দিকের সমগ্র বিষয়টি দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও মন্ত্রণালয়ের করণীয় পদক্ষেপ সম্পর্কে মতামত নিয়ে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.