![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এশিয়া ও ইউরোপের পাশাপাশি এবার নিউজিল্যান্ডের বাজারেও প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশে তৈরি জাহাজ। আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডে অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ রপ্তানির আদেশ পেয়েছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এর ফলে আটলান্টিক মহাসাগরের পর এবার প্রশান্ত মহাসাগরেও পাল তুলবে এ দেশে তৈরি জাহাজ। এত দিন নদী ও উপকূলীয় এলাকার জন্য যাত্রীবাহী জাহাজ রপ্তানি করলেও এবার মহাসাগরে চলাচলের উপযোগী জাহাজ নির্মাণ করতে যাচ্ছে এ প্রতিষ্ঠান। এ ধরনের জাহাজে সমুদ্রে সম্ভাব্য সব ধরনের প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা মোকাবিলায় সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে এবং জাহাজটি হবে পরিবেশবান্ধব। এটির দৈর্ঘ্য ৪৪ মিটার, প্রস্থ ৯ দশমিক ৯ মিটার। মহাসাগরে ঘণ্টায় সাড়ে ১১ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম হবে এটি। জাহাজটিতে ডিজেলের পাশাপাশি সৌরশক্তি এবং বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদনেরও ব্যবস্থা রয়েছে। জাহাজটি প্রশান্ত মহাসাগরীয় এলাকার টোকেলাউ দ্বীপ থেকে সামোয়া দ্বীপপুঞ্জে চলাচল করবে। নিউজিল্যান্ডের জন্য জাহাজ নির্মাণের মাধ্যমে বাংলাদেশ জাহাজ রপ্তানির নতুন বাজারে প্রবেশ করতে যাচ্ছে। এটি বাংলাদেশের জন্য গৌরবের। কারণ, এর মাধ্যমে জাহাজনির্মাণ শিল্পের বাজার আরও সম্প্রসারিত হবে।
©somewhere in net ltd.