নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশকে ‘নেক্সট ১১’ এর অন্যতম দেশ বলা হচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্কের অভাবনীয় অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখছে জাপান

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

বর্তমান সরকারের সফল পররাষ্ট্রনীতি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সমঝোতার ফলে জাপান সরকার এক নুতন সম্পর্কের হাত বাড়িয়েছে বাংলাদেশের দিকে। পতাকা আর ধান এ দুটি বিষয়ে মিল রয়েছে বাংলাদেশ ও জাপানের মধ্যে। এই মিলগুলোকে দুই দেশের জনগণের আত্মিক বন্ধনের প্রতীক হিসেবে দেখেন জাপান সরকার। এ সম্পর্ক আরও জোরদার হতে যাছে। জাপানের প্রধানমন্ত্রী দীর্ঘ বিরতির পর এবারের বাংলাদেশ সফরের সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও জাপান এই দুই দেশের সমন্বিত অংশীদারত্বকে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারণ করবে। এই সম্পর্কের ফলে বাংলাদেশে জাপানের বিনিয়োগ অনেক অংশে বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমান সরকার ও জাপান সরকার ইতিমধ্যে দুই দেশের মধ্যে গভীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত করেছেন। ২০১৪ ব্যাপক অগ্রগতির ক্ষেত্রে উভয় দেশের জন্যই একটি বিশেষ বছর। বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) উদ্যোগ-এর আওতায় জাপান বাংলাদেশকে অর্থনৈতিক অবকাঠামো, আঞ্চলিক যোগাযোগ ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নের জন্য আগামী চার-পাঁচ বছরে সর্বাধিক ৬০০ বিলিয়ন ইয়েন (প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ১২০ বিলিয়ন ইয়েন জাপান ইয়েন লোন হিসেবে বরাদ্দ দিয়েছে। জাপান নিয়মিতভাবে এই সহযোগিতা বাস্তবায়ন করে যাবে। স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশকে ‘নেক্সট ১১’ এর অন্যতম দেশ বলা হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশে যত বেশি সম্ভব জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্প্রসারণ করা বাঞ্ছনীয়। সে জন্য বাংলাদেশ সরকার জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে এক নজরে দুটি সাদৃশ্য বিদ্যমান। বাংলাদেশে বিস্তীর্ণ ধান ক্ষেতের প্রাচুর্য। আর জাপানকে বলা হয় ‘ধানের দেশ’। এই সাদৃশ্যগুলো দুই দেশের মানুষের আত্মিক সৌহার্দ্যের প্রতীক বলে জাপান মনে করেন। এই সম্পর্কের দরুন বাংলাদেশের, অর্থনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত অংশীদারির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের অভাবনীয় অগ্রগতিতে পৌঁছাবে। আর বাংলাদেশের অর্থনীতি ধাপে ধাপে এগিয়ে যাবে বিশ্বের উন্নয়নশীল দেশের সারিতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.