নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা জাপান সরকারের। চলতি বছর জাপানে শত কোটি ডলারের পোশাক রপ্তানির প্রত্যাশা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

চলতি বছরের মধ্যে বন্ধুপ্রতীম রাষ্ট্র জাপানে ১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হবে বলে ধারণা করা হচ্ছে। শুল্কমুক্ত সুবিধার আওতায় বাংলাদেশ থেকে জাপানে পোশাক রপ্তানি হচ্ছে। এছাড়া ৮ হাজার ৮৬২ বাংলাদেশী পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দেবে জাপান সরকার। এ কারণে ওই দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রতিবছর বাড়ছে। তোবা গার্মেন্টস নিয়ে যারা গোলমাল করতে চেয়েছিল তাদের সে চেষ্টা সফল হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের দেয়া বাংলাদেশ এ্যাকশন প্ল্যান অনুযায়ী আগামী অক্টোবর মাসের মধ্যে ২০০ পরিদর্শক নিয়োগ করা সম্ভব হয়েছে। অতীতের যে কোন সময়ের চেয়ে গার্মেন্টস মালিক-শ্রমিক সম্পর্ক ভাল রয়েছে। যেসকল গার্মেন্টস বন্ধ রয়েছে সেগুলো চালু করতে সরকার অত্যন্ত আন্তরিক। এজন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আন্তর্জাতিক রপ্তানি বাজারে বাংলাদেশ সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে। তৈরি পোশাক রপ্তানি খাতে বিশ্ব বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। শুল্কমুক্ত সুবিধা পেয়ে পোশাক রপ্তানি করে দেশ অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করবে। পাশাপাশি দেশকে ধীরে ধীরে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সহায়তা করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.