![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন ঢাকার লোকসংখ্যা বাড়ছে ১৪১৮ জন। এই বাড়তি লোকের চাপে ঢাকায় দেখা দিচ্ছে নানা সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসন সমস্যা। তাছাড়া আছে পরিবেশগত সমস্যা ও বেকার মানুষের নানা ধরনের অপরাধ কর্মের সঙ্গে জড়িয়ে পড়ার প্রবণতা। মানুষের ঢাকায় আসার এই প্রবণতাকে বন্ধ করতে সরকার প্রতিটি জেলায় কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে বসবাসকারী অবহেলিত, অসহায় এবং ভাগ্যবিড়ম্বিত ছিন্নমূল মানুষকে গ্রামের আপন ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য ‘ঘরে ফেরা কর্মসূচী’ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই মানুষকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হলে প্রতিটি জেলা শহরেই শিল্পায়ন কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। এতে একদিকে যেমন উৎপাদন বাড়বে অপর দিকে কর্মসংস্থান হবে। দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে প্রত্যেকটি জেলায় আলাদা শিল্পপার্ক স্থাপন করবে সরকার। এছাড়া আগ্রহী উদ্যোক্তাদের ফ্ল্যাট দেয়া হবে। এই ক্ষেত্রে শিল্পোন্নত দেশগুলোর অভিজ্ঞতার আলোকে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা বিকাশে গুরুত্ব দিচ্ছে। প্রতিটি জেলায় শিল্পকারখানা গড়ে তুলতে পারলে ঘরে ফেরা কর্মসূচীটি সফল হবে। সেই সঙ্গে শিল্প এলাকায় বিদ্যুত সরবরাহ প্রয়োজনীয় কাঁচামাল এবং প্রতিটি শিল্পকারখানার স্থানগুলোতে যাতায়াত সহজসাধ্য করতে ও নতুন রাস্তা তৈরি করতে কাজ করবে সরকার। প্রতিটি শহরে শিল্প উদ্যোগ কর্মসূচীটি সফল হলে রাজধানীতে আসা মানুষের সংখ্যা কমবে। রাজধানীবাসী নানা সমস্যা থেকে মুক্তি পাবে।
©somewhere in net ltd.