![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে গত ৫ বছরের অধিক সময় ধরে বর্তমান সরকার তথ্যপ্রযুক্তিতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রের অবকাঠামোতে আমূল পরিবর্তন করা হয়েছে। যে কারণে ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণের হাতের মুঠোয় তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে গেছে। সরকারের সুদূর প্রসারী চিন্তাভাবনার ফলেই এগুলো সম্ভব হয়ে হয়েছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি সেবার পরবর্তী গন্তব্যস্থল হিসেবে বিশ্বের ৩০টি শীর্ষ দেশের তালিকায় স্থান করে নিবে। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ ও নিজস্ব কার্যালয় স্থাপনের মাধ্যমে সেবার পরিধি বাড়াচ্ছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ, বেসিসের ওয়ান বাংলাদেশ ভিশনসহ সরকারি-বেসরকারি নানা উদ্যোগের কারণে নেদারল্যান্ডসসহ বিশ্বের বিনিয়োগকারী প্রতিষ্ঠান তথা দেশগুলোর কাছে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেক্টরে যথেষ্ট অগ্রগতি হয়েছে। দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিতে সরকার প্রাণান্তভাবে কাজ করে যাচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। আগামী ২০১৮ সালের মধ্যে জিডিপিতে সফটওয়্যার ও এ খাতের অবদান হবে এক শতাংশ (১%)। বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ আইটি আউটসোর্সিং গন্তব্যের একটি। ফলে বলার অপেক্ষা রাখে না, আন্তর্জাতিক অঙ্গনে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অপার সম্ভাবনা ও সুনাম বাড়ছে। তাই তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি এখন এদেশের প্রতি।
©somewhere in net ltd.