![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের উন্নয়ন নির্ভর করে অনেকটা কৃষি খাতের উন্নয়নের উপর। আর কৃষি খাতের উন্নয়নে কার্পণ্যতা নেই সরকারের। কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে অর্থবছরের প্রথম দুই মাসেই কৃষি খাতে ১ হাজার ৭২৪ কোটি টাকার ঋণ বিতরণ করেছে সরকার। এর আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৯৪ কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে কৃষিঋণ বিতরণ বেড়েছে ১৩০ কোটি টাকা বা ৮.১৫ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরের পুরো সময় কৃষি খাতে ব্যাংকগুলো মোট ১৬ হাজার ৩৭ কোটি টাকা বিতরণ করেছিল। যা তাদের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ১ হাজার ৪৪২ কোটি টাকা বা প্রায় ১০ শতাংশ বেশি। এর আগের অর্থবছর ১৪ হাজার ১৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ হয়েছিল ১৪ হাজার ৬৬৭ কোটি টাকা। যা ছিল নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। এসব বিবেচনায় চলতি ২০১৪-১৫ অর্থবছর ব্যাংকগুলোর জন্য আগের অর্থবছরের তুলনায় ৬.৫৪ শতাংশ বেশি, অর্থাৎ ১৫ হাজার ৫৫০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া চলতি অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ও বিশোষিত ব্যাংকগুলোর জন্য ৯ হাজার ১৪০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। অর্থবছরের প্রথম দুই মাসে এই ব্যাংকগুলো বিতরণ করেছে ৭৮২ কোটি টাকা। বেসরকারি ও বিদেশি মালিকানার ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা রয়েছে ছয় হাজার ৪১০ কোটি টাকা, এর বিপরীতে প্রথম দুই মাসে ব্যাংকগুলো বিতরণ করেছে ৯৪৩ কোটি টাকা। সরকারের এমন উদ্যোগে কৃষি খাতে চলছে ব্যপক কৃষি ঋণ। কৃষি খাতে সরকারের এমন উদ্যোগী ঋণ বিতরণে বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, এটাই বাংলার জনগণের প্রত্যাশা।
©somewhere in net ltd.