নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

রেল যোগাযোগ উন্নয়নে এক উচ্চাভিলাষী পরিকল্পনায় ভারতের সঙ্গে ফের রেলসংযোগ সচলকরনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক সুসম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১১



বাংলাদেশের রেল যোগাযোগ উন্নয়নে এক উচ্চাভিলাষী পরিকল্পনায় কাজ করছে সরকার। এর মধ্যে মিটার গেজ ও ব্রড গেজ রেলপথ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ১৯৪৭ সালে দেশ ভাগের পর ভারতের সঙ্গে পরিত্যক্ত রেলপথ যোগাযোগ ফের সচল করবে বাংলাদেশ সরকার। যার ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় হবে। এ ছাড়াও রেল সংযোগ পুনঃস্থাপিত হলে দুই দেশের নাগরিকদের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক আরো উষ্ণ হবে। রেলপথ তৈরি ও পুনঃসংস্কারের কাজে দুই দেশের আগ্রহে বাংলাদেশ সরকার ও ভারত সরকারের যৌথ বিনিয়োগের মাধ্যমে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেল সংযোগ স্থাপিত হবে। ১৫ কিলোমিটার রেলপথের মধ্যে পাঁচ কিলিমিটার ভারতে ও বাকি ১০ কিলিমিটার বাংলাদেশের আখাউড়ায় পড়েছে। এই প্রকল্প বাস্তবায়ন করতে ২৫২ কোটি টাকা ব্যয় হবে। দ্য ইন্ডিয়ান রেলওয়ে কন্সট্রাকশন কোম্পানি (আইআরসিওএন) দুই দেশের সীমান্তবর্তী এলাকায় রেলপথ স্থাপনের কাজ করবে। তাছাড়া বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশে ১২টি রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের মধ্যে ঢাকা-টঙ্গী ও খুলনা-মংলা রেলপথ বর্ধিতকরণসহ ১২০টি কোচও তৈরি করা হবে। এতে করে দেশের অভ্যন্তরে যেমন, তেমনি ভারতের সঙ্গেও রেলযোগাযোগ বাড়বে। ফলে, দেশের অভ্যন্তরে এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও দুই দেশের নাগরিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগও বাড়বে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.