নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ধোলাইখালে দেশীয় প্রযুক্তিতে আধুনিক যন্ত্রপাতি

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে পুরনো ঢাকার ধোলাইখাল। এখানে মোটর পার্টস ও ইলেকট্রনিক সামগ্রীর এক বিশাল সম্ভাবনাময় ভাণ্ডার গড়ে উঠেছে। কমমূল্যে ভালো রিকন্ডিশন্ড পার্টস কেনার জন্য ধোলাইখাল সুনাম অর্জন করেছে। বর্তমানে এ এলাকায় ছোট-বড় কয়েক হাজার দোকান ও কারখানা রয়েছে। এ ব্যবসার সঙ্গে জড়িত আড়াই লক্ষাধিক শ্রমিক ও ব্যবসায়ী। ধোলাইখালের পুরো এলাকাতেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পার্টস এবং ইলেকট্রনিক্স দোকান ও কারখানা। গাড়ির পার্টসসহ বিভিন্ন অংশের জন্য রয়েছে আলাদা আলাদা মার্কেট। লায়নার, পিস্টন, বিয়ারিং থেকে শুরু করে দেশি-বিদেশি মোটর পার্টস গাড়ির ব্রেকডাম, ইঞ্জিন, কার্টিজ, সকেট, জগ, জাম্পার, স্প্রিং, হ্যামার, ম্যাকেল জয়েন্ট, বল জয়েন্টসহ নানা মেশিনারিজ ও পার্ট্স তৈরি হচ্ছে এখানে। বর্তমানে এ শিল্পে উদ্যমী উদ্যোক্তারা প্রায় ৩৮ হাজার রকমের যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি করছেন। ধোলাইখালে তৈরি মেশিনারি পার্টস ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ নানা দেশে রপ্তানি হচ্ছে। এছাড়া ভালো রিকন্ডিশন্ড পার্টসের জন্য ধোলাইখালের দেশব্যাপী সুনাম রয়েছে। পুরনো গাড়ি ভেঙেও পার্টস সংগ্রহ করা হয় এখানে। ধোলাইখালের পার্টেসর চাহিদা রয়েছে গোটা দেশে। এখানে তৈরি পার্টস ইতিমধ্যেই সারাদেশে সুখ্যাতি অর্জন করেছে। দেশের চাহিদার প্রায় ২০ শতাংশ মিটিয়ে এগুলো ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানিও করা হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের অপার সম্ভাবনাময় এই ধোলাইখালের মেশিনারি পার্টস শিল্প বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুব ভালো লাগে ধোলাই খালের যে কোন রিপোর্ট/লেখা পড়লে। তবে আশা করবো নকল/বাজে যন্ত্রপাতি তৈরি করে তারা দেশের মানুষের সাথে প্রতারণা করবে না। বাংলাদেশের মানুষ কম খরচে ভালো প্রযুক্তির জন্য এক সময় আর চায়নার উপর নির্ভর থাকবে না ইনশাআল্লাহ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: দরবেশ১ ,




ইত্তেফাক পত্রিকায় সংবাদটি দেখেছি । পত্রিকার খবরে সাথে সাথে প্রতিক্রিয়া জানানোর সুযোগ সাধারন পাঠকের নেই তাই আপনার এই লেখায় প্রতিক্রিয়া জানাচ্ছি ।

আসলেই অপার সম্ভাবনাময় এই ধোলাইখালের সব শিল্প, শুধু মেশিনারি পার্টস শিল্পই নয় । কেন যে সরকার এদের মুক্ত হাতে শিল্পঋন বরাদ্দ করেনা !
আমি সরকার হলে গুটি কয় চেনা শয়তানদের শিল্পখাতে নেয়া বাবদ খেলাপি হাযার হাযার কোটি টাকার ঋন গলায় গামছা বেঁধে আদায় করতুম । আর এখান থেকে ধোলাইখালের সব ক্ষুদ্র শিল্পকে বিনা মর্টগেজ ও বিনাসুদে যতো টাকা লাগে ঋন দিতুম । তাতে মাত্র কয়েক শো' কোটি টাকা লাগতো । হাযার হাযার কোটি টাকা বেঁচে তো যেতই এবং আপনার কথামতো ধোলাইখাল বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো । কর্ম সংস্থান হতো । আরো নতুন নতুন শিল্প গড়ে উঠতো ..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.