নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

প্রতি ইউনিট বিদ্যুৎ পাবে ৩ টাকায় গ্রাহকরা

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১




আশার কথা শোনাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এই কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে মাত্র ৩ টাকা। ২০২২ সালে জাতীয় গ্রিডে এক হাজার ২০০ মেগাওয়াট এবং ২০২৩ সালে যোগ হবে আরো এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে দেশের বিদ্যুতের ঘাটতি মিটিয়ে এই বিদ্যুৎ পাশের দেশগুলোতে রপ্তানি করা সম্ভব হবে।এটি বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং পাঁচ স্থরের নিরাপত্তা ঝুঁকিমুক্ত ফোর জি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পের ভৌত অবকাঠামো, সাইট ডেভেলপমেন্ট, মাটি পরীক্ষা, কন্সট্রাকশন ল্যাবরেটরিসহ প্রথম পর্যায়ের ৮০ শতাংশ কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের উৎপাদন খরচ পড়বে মাত্র ২ টাকা ৯০ পয়সা। যা ৩ টাকা দরে বিক্রি করলেও প্লান্ট স্থাপন ও পরিচালনায় কোনো লোকসান হবে না। এই প্রকল্পের ‘লাইফ’ বা জীবন শক্তি হবে ৫০ বছর। আর তা সংস্কার করে দাঁড়াবে ৮০বছর। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ২০২২ সালে বিশ্বের ৩২তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে নাম লেখাবে। দুই হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে গেলে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মিটিয়ে উদ্বৃত্তের রেকর্ড অর্জনে সক্ষম হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদিত দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলে প্রতি বছর এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্তের রেকর্ড অর্জন করবে বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.