![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৃশ্য ১
জামাত-শিবির , লীগ আর পুলিশ এর মাঝে হট্টগোল । মারামারি , ঠুসা ঠুসি আর মাঝে মাঝে ধুরুম ধুরুম । এর মাঝখানে আপনি পড়ে গেলেন একজন দাড়ি ওয়ালা মানুষের সামনে । আপনার নতুন কেনা শার্ট এর কলার টেনে ধরে এই মারে তো সেই মারে ।' নিজে বাঁচলে বাপের নাম ' এই কথার উপর অগাধ বিশ্বাস থেকে , আপনি বললেন ভাই আমি শিবির । আমি এখন নামাজ পড়ে আসতেসি । এইখানে আসছি লীগ পিটাইতে । ভাই আমি সাইদির অনেক ভক্ত । সাথে সাথে আপনার কলার ছেরে দেওয়া হল । আপনি স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে ভাবছেন ,' জোর বাঁচা বেঁচে গেছেন ' । কিন্তু তখন খেয়াল করলেন এই দাড়ি ওয়ালা মানুষটি লীগ এবং আপনাকে চার পাশ থেকে বেদম মাইর এর জন্য ঘিরে ধরা হয়েছে ।
দৃশ্য ২
জামাত-শিবির , লীগ আর পুলিশ এর মাঝে হট্টগোল । মারামারি , ঠুসা ঠুসি আর মাঝে মাঝে ধুরুম ধুরুম । এর মাঝখানে আপনি পড়ে গেলেন আগাগোরা চাঁছা ছোলা এক মানুষের । বিশাল দেহের মানুষ , সমানে স্বস্তা সিগারেট এর গন্ধ আসছে । আপনার মাথায় বাড়ি মারার জন্য প্রস্তুত । আপনি ধরেই নিলেন এই উদ্ধত চেহারা লীগ এর না হয়ে পারেই না । সমানে চিৎকার করলেন । দাদা জয় বাংলা , জয় বঙ্গবন্ধু , জয় হাসিনা , জয় জয় । সর্বনাশটি এইখানেই করে ফেললেন কারন এই চাঁছা ছোলা মানুষটি লীগ রুপি শিবির । আপনার মত মানুষদের খুজছে বেদম মাইর প্র্যাকটিস এর জন্য । হয়ত মাইর খেতে গিয়ে তার জিন্সের পকেটে একটি বলাকা ব্লেড আবিষ্কার করতে পারেন ।
দৃশ্য ৩
জামাত-শিবির , লীগ আর পুলিশ এর মাঝে হট্টগোল । মারামারি , ঠুসা ঠুসি আর মাঝে মাঝে ধুরুম ধুরুম । এর মাঝখানে আপনি পড়ে গেলেন পুলিশ এর সামনে । এইখানে আশার কথা হচ্ছে আপনাকে পুলিশ এর পরিচয় সম্পরকে সন্দিহান হতে হবে না । তবে দুঃখের কথা হচ্ছে তারা আপনার পরিচয় সম্পরকে সন্দিহান হবেই । অতএব আপনি বুদ্ধি খাটান আর বলেন , ' আমি আমজনতা । আম পাতা খাই । ছোট বেলা ছড়া পড়ছিলাম আম পাতা জোড়া জোড়া ......। এমন করে একটা আমি বিষয়ক ছোটখাটো লেকচার মারতে পারেন । যখন মনে করবেন আপনাকে আম জনতা মেনে নিয়ে আমমানুষ হিসেবে ছেড়ে দিচ্ছে ঠিক তখনয় পিছন থেকে একজন পুলিশ ভারিক্কি কন্থে ," অই বেটারে আম ভর্তা কইররা দে । খামকা গণ্ডগোলে গিয়া লাভ নাই , এইখানে মাইরা ভর্তা বানা । শিবির আইলে কবি লীগ মরসে আর লীগ আইলে কবি শিবির মরসে । সরকারে বুঝব এই ভোঁদাইরে কার কাছে দিব । অই মার বেটারে । হাড্ডি আবার সব ভাইঙ্গা ফেলাইস না "
আপনি আমজনতা বসে বসে আম পাতা খান ।
হে আল্লাহ তুইল্লা নিয়া যাও , আমারে না এইগুলান রে ।
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
শরফুদ্দিন মাহমুদ বলেছেন: ধন্য +++ আপনারে
২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
কোলাহল নির্জনে বলেছেন: কাল্পনি হলেও এটা এখন সত্য
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
শরফুদ্দিন মাহমুদ বলেছেন: অনেক সত্য
৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩
রোদেলা দুপুর বলেছেন: আপনি আমজনতা বসে বসে আম পাতা খান
ভাল লাগলো।
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
শরফুদ্দিন মাহমুদ বলেছেন: আসেন আম পাতা খাই
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
কোলাহল নির্জনে বলেছেন: +++