নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে বই পরতে আর ব্লগ নিয়ে ঘাটাঘাটি করতে

শরফুদ্দিন মাহমুদ

সহজ ভাবে কথা বলতে চাই, চারিদিকের দুর্নীতি ভাবিয়ে তুলছে আমায়।

শরফুদ্দিন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

১১ বচ্ছর , ৫২ দিন , ফুঁপিয়ে কান্না !!!!

০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:৪২

১১ বচ্ছর । নিছক একটা বয়স বলে যদি ভুল করেন তাহলে অন্যায় করবেন । এই বয়সে একজন রান্না বাটি খেলে , সুন্দর সুন্দর কিছু ভাবনা মনের মধ্য উঁকি দেয় , লুকিয়ে লুকিয়ে পড়ার বই এর ফাঁকে গল্পের বইগুলু পড়ে মায়ের বকুনি শুনে , বাবা আসে আর গম্ভীর মুখে তাকিয়ে ভাবে মেয়ে বড় হচ্ছে ।



১১ বচ্ছর । নিছক একটা বয়স হয়ে ধরা দেয় কিছু কালপ্রিট , আস্তাবল থেকে উঠে আসা মানুষদের কাছে । তারা রান্না বাটি খেলা দেখে না , সুন্দর ভাবনাগুলুর কদর তারা করতে জানে না । তারা ডাস্টবিন এর নোংরার মতো নগ্ন কিছু চিন্তা করে একটা মেয়েকে ঘিরে । অসহনীয় কষ্ট পায় , অসহ্য যন্ত্রনায় ১১ বচ্ছরের একটি মেয়ে কুঁকড়ে উঠে ভয়ে । চারিদিক অন্ধকার হতে বেশি ৫২ দিন সময়ের দরকার হয় না ।



ধর্ম , জাত পাত , সংখ্যা লঘু , সংখ্যা গুরু , সমাজ এর কথা ভুলে যান । আস্তাবলের জানোয়ারদের শাস্তি চাই । কঠিন শাস্তি চাই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:৫২

আব্দুল মোমেন বলেছেন: শাস্তি চাই,কঠিন শাস্তি চাই । প্রয়োজনে ব্লগার আন্দোলন গড়ে তুলা হউক।

০৫ ই জুন, ২০১৩ রাত ২:৪১

শরফুদ্দিন মাহমুদ বলেছেন: শাস্তি চাই,কঠিন শাস্তি চাই । সহমত আপনার সাথে X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.