![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা আসতে পারে গুগল নেক্সাস ফাইভ ও সিক্স-এর নতুন সংস্করণের। গুগল নেক্সাস ফাইভএক্স ও নেক্সাস সিক্সপি সম্ভাব্য নামের ফোনদ্বয়ের ওএস হবে অ্যান্ডয়েড ৬.০। আর বাজারে বর্তমানে প্রচলিত নেক্সাস ফাইভ ও নেক্সাস সিক্স আগামী মাসেই পেতে পারে অ্যান্ড্রয়েড ৬.০ বা মার্শম্যালো হালনাগাদটি। কানাডার অন্যতম বৃহৎ একটি মোবাইল অপারেটর এ বিষয়টি নিশ্চিত করে।
অক্টোবরে আসছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো!
চলতি বছর গুগল ডেভেলপার সম্মেলনে প্রথমবারের মতো ঘোষণা আসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ মার্শম্যালোর। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ যেমন, নিরাপত্তা দুর্বলতা বা ব্যাটারী আয়ুষ্কালের মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দেয়া হয়েছে অ্যান্ড্রয়েডের আগামী সংস্করণে। আর প্রথমবারের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি সমর্থিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে মার্শম্যালো।
তবে অক্টোবরে গুগল নেক্সাস ডিভাইসে হালনাগাদ মিললেও অপরাপর হার্ডওয়্যার নির্মাতার(স্যামসাং, এলজি) ফোনে এ হালনাগাদ পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।
©somewhere in net ltd.