![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষের অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারে না। আমি সেই রকম.।.।।
ডিজিটাল যুগে আর কারে দেওয়া যায় এ সম্মান
মোর মনে আজও বাজে সেই গান
কে যেন কিভাবে করেছে হায় এর আবিষ্কার!
শত সালাম তারে , আজ তার লাগি সবার উপকার।
সেটি নয় অজানা কারও কাছে
সে সবার প্রিয় কম্পিউটার।
হার্ডডিস্ক এর মাঝে লুকিয়ে থাকে কত শত গান
চাইলেই শুনায় সে যে চাইলেই তা পান।
র্যামের উপর চলে তার জান
চাইলেই তুমি করতে পার সব কাম তামাম।
ঔধথ রিরাতে নিশিতে তোমার কে হবে সঙ্গী
শুধু চাইলেই সে এনে দিবে তোমার মুখের হাসি।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩১
জাতির মামু বলেছেন: ভালোই । হিমু ভাই । আমিও কম্পিউটারের ভক্ত ।