নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা ক্ষমতাহীন শক্তি

কিছু লিখতে চেষ্টা করি । যা প্রকাশ করিনি তাই লিখবো । মনের কথা / ক্ষোভ প্রকাশ করবো ।

নব্য ভদ্রলোক

গণতন্ত্রের সৈনিক ।

নব্য ভদ্রলোক › বিস্তারিত পোস্টঃ

নবীজির প্রিয়তম সুন্নত আতর

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬

দুনিয়া ও আখেরাতের সুখ-শান্তি, সফলতা-কামিয়াবি আল্লাহ তায়ালা একমাত্র দ্বীনের মধ্যে রেখেছেন। আল্লাহর আদেশ ও রাসূলুল্লাহ (সা.) এর সুন্নত অনুসরণকেই দ্বীন বলা হয়। আল্লাহর আদেশ মানতে হবে রাসূলুল্লাহ (সা.) এর তরিকা অনুযায়ী। রাসূল (সা.) এর সুন্নত ও তরিকা ছাড়া কোনোকিছুই আল্লাহ তায়ালা কবুল করবেন না। বিসমিল্লাহ বলে গরু জবাই করা আল্লাহর আদেশ। পূর্ব দিক হয়ে জবাই করলে বৈধ হবে না। রাসূল (সা.) এর সুন্নত তরিকা মতো কিবলা দিক হয়ে জবাই করতে হবে।



একজন মুসলমান তার জীবনের সর্বক্ষেত্রে রাসূল (সা.) এর সুন্নত প্রতিষ্ঠিত করবে। রাসূল (সা.) এর ভালোবাসা অন্তরে থাকলেই শুধু তা সম্ভব। আর আল্লাহর ভালোবাসা পেতে হলেও তো রাসূল (সা.) এর অনুসরণ করতে হবে। এরশাদ হচ্ছে, ‘হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা আলে ইমরান : ৩১)। রাসূল (সা.) এর আদর্শ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ উপযোগী। রাসূল (সা.) শরিয়তের সবকিছু নিজে করে দেখিয়েছেন। সাহাবায়ে কেরামকে হাতে-কলমে শিখিয়েছেন। এসতেঞ্জা থেকে শুরু করে সব ইবাদত-বন্দেগিতে রাসূল (সা.) এর সুন্নত হাদিস ভা-ারে মজুদ। চাল-চলন, লেনদেন, বিয়েশাদি ইত্যাদি ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবনÑ সর্বক্ষেত্রেই রাসূলুল্লাহ (সা.) এর আদর্শ আমাদের সামনে বিদ্যমান।



রাসূল (সা.) রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধির ঝরনা বয়ে যেত। মানুষে বলতে পারত, নবী মুহাম্মদ (সা.) এ রাস্তা দিয়ে হেঁটে গেছেন। সুগন্ধি আতর রাসূল (সা.) এর অত্যন্ত প্রিয় ছিল। অন্য নবীদেরও প্রিয় ছিল এ সুগন্ধি আতর। আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নতÑ আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান ঢাকা।’ (মুসনাদে আহমাদ : ২২৪৭৮)। রাসূলুল্লাহ (সা.) কে কেউ আতর হাদিয়া দিলে তিনি ফেরত দিতেন না। আনাস (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ (সা.) কখনও সুগন্ধি আতর ফেরত দিতেন না। (তিরমিজি : ২৭১৩)।



সুগন্ধ ফুলের নির্যাস, মৃগনাভি ইত্যাদির সুরভিত তেল দিয়ে আতর তৈরি করা হয়। মেশক, আম্বারও উত্তম সুগন্ধি। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, উত্তম সুগন্ধি হলো মেশক’। (তিরমিজি : ৯১২)।



মেশক, চন্দন এবং জাফরানের সুগন্ধি রাসূলুল্লাহ (সা.) ব্যবহার করতেন। আল্লামা ইবনে আবদুলবার ‘তামহিদ’ কিতাবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) এর হাদিস বর্ণনা করেন যে, ‘রাসূলুল্লাহ (সা.) জাফরানের সুগন্ধি ব্যবহার করেছেন।’ ‘আলকামেল’ গ্রন্থে আয়েশা (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ (সা.) এর প্রিয় সুগন্ধি ছিল মেশক এবং চন্দন।’ মেশক ব্যবহারের হাদিস হজরত আয়েশা (রা.) থেকে মুসলিম শরিফেও বর্ণিত হয়েছে।



মেশকাতে আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) পৃথিবীর তিনটি বস্তু অত্যন্ত পছন্দ করতেন। তার মধ্যে একটি হলো সুগন্ধি আতর।



রাসূলুল্লাহ (সা.) সাধ্যমতো অন্য ব্যক্তিদেরও আতর ব্যবহারের আদেশ দিয়েছেন। বিশেষ করে লোকসমাগমে গেলে, জুমার দিন, ঈদের দিন ইত্যাদি সময়ে আতর ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, জুমার দিন যথাসম্ভব তোমরা সুগন্ধি ব্যবহার কর। (নাসায়ি : ১৩৫৮)।



নিজের কাছে যেসব সুগন্ধি থাকত, তার থেকে উত্তম সুগন্ধি হজরত আয়েশা (রা.) রাসূলুল্লাহ (সা.) কে লাগিয়ে দিতেন। (নাসায়ি : ২৬৪১)।



আয়েশা (রা.) কে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূলুল্লাহ (সা.) কী সুগন্ধি ব্যবহার করেন, তিনি উত্তরে বলেছিলেন, মেশক ও আম্বারের সুগন্ধি রাসূলুল্লাহ (সা.) ব্যবহার করেন। (নাসায়ি : ৫০২৭)।



পুরুষদের জন্য এসব সুগন্ধি। মহিলাদের জন্য সুগন্ধি নয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে, যাতে সুবাস থাকবে। কিন্তু কোনো রঙ থাকবে না, আর মহিলা এমন সুগন্ধি ব্যবহার করবে, যাতে রঙ থাকবে কিন্তু সুবাস থাকবে না। (তিরমিজি : ২৭১১)।



আবু মুসা আশআরি (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘যে নারী সুগন্ধি ব্যবহার করে মানুষের পাশ দিয়ে চলাচল করে, সে ব্যভিচারিণী মহিলার ন্যায়।’ (তিরমিজি : ২৭১০)। তবে স্ত্রী তার স্বামীর মনোরঞ্জনের জন্য শুধুই তার কাছে সুগন্ধি আতর ব্যবহার করতে পারে, অন্য কোথাও নয়।

- See more at: Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

মুদ্‌দাকির বলেছেন: ভালো পোষ্ট++++

তবে

সব নবী কি আসলেই বিয়ে করেছিলেন ??? ঈসা আঃ ? ইয়াহিয়া আঃ ?

সুগন্ধিতে কিভাবে সুবাষ থাকবে না???

জানলে জানাবেন অথবা জেনে জানাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.