| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ধরে নিজেকে নিজে প্রশ্নটা করে যাচ্ছি। বাংলাদেশের বয়েস ৫২ পেরুল, আমরা স্বাধীনতা পাইনি।
হত্যা, গুম, খুন, ধর্ষন, লুটপাট, অশিক্ষা, ধর্মীয় রাজনীতির জুজু, মিথ্যে প্রতিশ্রুতি কোন কিছু থেকে মুক্তি পাইনি আমরা।
সবাই ঘরে বসে ভাবছি, কেউ এসে উদ্ধার করবে!
আমরা যার অপেক্ষায় আছি, তাকে কোথায় খুজব তা কি আমরা জানি?
আয়নার সামনে সাদা মন নিয়ে দাড়ান, তাকে দেখতে পাবেন।
আয়নার প্রতিবিম্বের বুকের ডান (আপনার বা) পাশটায় খাচার ভিতর ধুকপুক করছে যে হৃদয়, তার দিকে তাকান, বুঝে যাবেন কোথায় খুজতে হবে।
২|
০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০
গেঁয়ো ভূত বলেছেন: খুব অল্প পরিসরে বেশ সুন্দর পোস্ট! লিখতে থাকুন, শুভকামনা।
৩|
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০১
ফিনিক্স পাখির জীবন বলেছেন: আমার জন্য কেউ কিছু করেনি, করবেনা, যেমনটি আপনার জন্যও করেনি, করবেনা।
আপনাকে আর আমাকেই সামনে আসতে হবে। এটা আমিও বুঝি। আমি কোন একসময় এগিয়ে এসেছিলামও কোথাও কোথাও। একাই দাড়িয়েছিলাম রাস্তায়। আমার একাকীত্ব কিছু সাথীও পেয়েছিল বটে; জীবন আর প্রতিপক্ষ আমাদের ছত্রভংগ করে দিয়েছে সহজেই। এরপর আর দাড়াতে পারিনি একাকীত্বের ভয়ে।
৪|
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪
ফিনিক্স পাখির জীবন বলেছেন: গেয়ো ভূত, ধন্যবাদ।
৫|
১০ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে স্বাগতম। তবুও আশা নিয়ে বেঁচে থাকে মানুষ।
৬|
১২ ই মার্চ, ২০২৪ ভোর ৬:৩৪
ফিনিক্স পাখির জীবন বলেছেন: ধন্যবাদ ক্ষুদ্র ব্লগে ঘুরে যাবার জন্য। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নন্দ লালের কবিতা পড়েছেন ?
..........................................................
জীবনকে উপভোগ করতে হলে রাস্তায় বেরিয়ে আসতে হবে
আমাদের উন্নয়ন আমাদেরকে করতে হবে,
কারও আশায় বসে থাকলে,
কেউ আপনার জন্য কিছু করবেনা ।