| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম থেকে অদ্যাবধি ক্রমাগত বাড়তে থাকা দৃশ্য-অদৃশ্য সম্পর্কের বেড়াজাল আর দায়িত্বের বোঝা নিয়ে আমাদের পথচলা।
মাঝে মাঝে জালে ফাটল ধরে; কখনও বা জোড়া লাগে, কখনও বা লাগেনা।
কিছু জট যদিওবা খোলে, কিছু কখনো খোলে না। মাঝে থেকে রেখে যায় শুকিয়ে যাওয়া ক্ষতের চিহ্ন।
আর বোঝার কথাতো তথৈবচ!
এই একটু কমার ভাব ধরে ধরে বাস্তবে শুধু বাড়তেই থাকে।
পৃথিবীর সবচেয়ে বড় ভারবাহী প্রানী হল মানুষ। তার ভার বইবার ক্ষমতা সীমাহীন।
শেষ পর্যন্ত ইহকালের এসব থেকে মুক্তি মেলে মৃত্যুতে।
আর পরকাল মুচকি হেসে অপেক্ষায় থাকে!
©somewhere in net ltd.