নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্যবার হোচট খেয়েছি, পড়ে গিয়েছি, ভেবেছিলাম আর উঠে দাড়াতে পারব না! কিন্তু কিভাবে যেন দাঁড়িয়ে গিয়েছি, পথ চলেছি। জ্বলে পুড়ে ছাই ভস্ম থেকে বার বার কিভাবে যেন আবার জন্মেছি আমি জানি না। এটা আমার ফিনিক্স পাখির জীবন। আরো একবার জন্মানোর অপেক্ষায় আছি...

ফিনিক্স পাখির জীবন

আমি একজন হতভাগ্য বাংলাদেশী।

ফিনিক্স পাখির জীবন › বিস্তারিত পোস্টঃ

কবির এখন ডিমেনশিয়া

১৪ ই জুন, ২০২৪ সকাল ১১:৩৬

কিছু কিছু কবিতার,
ঠাই হয় না খাতায়।

এদের সারা শরীর জুড়ে থাকে,
অজস্র ক্ষত।
লাল ক্ষত, নীল ক্ষত-
শুকিয়ে যাওয়া কালো কালির ক্ষত।

যে ক্ষত একসময় লুকিয়ে ছিল,
কবির বুকে।
যে বুক এক নিমিষে ফালাফালা করে ফেলা যায়!
তবু মুখে একটা টু শব্দ বেরোয় না!

কিলবিল করা শব্দগুচ্ছ জমতে থাকে।
জমতে থাকে সেরিব্রাল কর্টেক্সে।
কর্টেক্স ভারী হতে থাকে ক্রমাগত!

ফলাফল: খিচুনী!

মারা যায় লক্ষ লক্ষ নিউরোন,
হারিয়ে যায় হাজার হাজার শব্দ,
বিলীন হয়ে যায়-
মহামূল্যবান "স্মৃতি"।

কবির এখন "ডিমেনশিয়া"!
সে "আমার" রোগী,
যে আয়নার সামনে একাকী বসে থেকেও,
"আমাকে"ই আর চিনতে পারেনা!

কিছু কিছু কবিতার,
ঠাই হয় না খাতায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.