নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্যবার হোচট খেয়েছি, পড়ে গিয়েছি, ভেবেছিলাম আর উঠে দাড়াতে পারব না! কিন্তু কিভাবে যেন দাঁড়িয়ে গিয়েছি, পথ চলেছি। জ্বলে পুড়ে ছাই ভস্ম থেকে বার বার কিভাবে যেন আবার জন্মেছি আমি জানি না। এটা আমার ফিনিক্স পাখির জীবন। আরো একবার জন্মানোর অপেক্ষায় আছি...

ফিনিক্স পাখির জীবন

আমি একজন হতভাগ্য বাংলাদেশী।

ফিনিক্স পাখির জীবন › বিস্তারিত পোস্টঃ

আবু সাঈদ ফিরে এসেছে!

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৮

আর সবার মত,
যে মৃত্যু তারও ললাটে লেখা ছিল;
একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে,
সে তা বরন করে নিল!

চোখে তার ক্ষনিকের অবিশ্বাস-
জেগে উঠেই যেন মিলিয়ে গেল।
মস্তিষ্ক যেন বিশ্বাসই করতে চাইছিলনা!
"আমার টাকায় কেনা বুলেট,
আমারই দেশের মানুষ(!)
আমার বুকে ছুড়ে দিল!"

হৃদয়ের বিশ্বাস এই অবিশ্বাসকে,
জয় করে ফেলে কয়েক মিলিসেকেন্ডে।
অধিকার, ন্যায় আর মুক্তির যুদ্ধে,
কোন আপস নেই যে!
অভাবের সাথে আপস করেনি যে,
আপস করেনি নিজেকে তৈরী করার যুদ্ধে।
সে করবে আপস!

অধিকার আদায়ের দৃপ্ততা,
তার চোয়াল শক্ত করে তোলে;
পায়ের পাতা যেন আকড়ে ধরে
এই বাংলার পবিত্র মাটি।
দুই হাত তার শূন্যে দুপাশে প্রসারিত,
যেন মুক্তির আনন্দে উড়াল দেবে আজ-
এই বাংলার নীল আকাশে।

আবু সাঈদ আমাদের জন্য,
মুক্তির খবর আনতে গেছে।
যে খবরের জন্য নীরবে নিভৃতে,
সব সয়ে লড়াই করে যাওয়া বাঙালি,
অপেক্ষায় আছে শত সহস্রকাল।

পাল-সেন-সুলতান-মোঘল থেকে
ব্রিটিশ-আইয়ুব হয়ে,
আধুনিক স্বৈরাচার;
সব শৃঙ্খল ভাঙার জনজোয়ারের,
এ যেন এক বজ্রনাদ।

আমরা আবু সাঈদের
নিষ্পাপ আত্মার,
শুভ্র পায়রা রূপে ফিরে আসার
অপেক্ষায় আছি।
যে এসে দেখবে,
"আমরা সত্যিই স্বাধীন হয়েছি!"

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫২

শায়মা বলেছেন:


এই মৃত্যুর কথাটা আমি ভুলতেই পারিনা। এত কষ্ট হয়!

২| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০০

আঁধারের যুবরাজ বলেছেন: এক আবু সাঈদ জীবন দিয়ে হাজারো সাঈদের জন্ম দিয়েছে। প্রতিটি শহরে ছাত্রগণ ছাত্রলীগ এবং পুলিশলীগের বন্দুকের সামনে বুক চিতিয়ে ঢাল হয়েছিল।

৩| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

কামাল১৮ বলেছেন: আবু সাঈদ ফিরে আসলে দেশের সর্বনাশ।সে শিবির।তার,তার ফিরে না আসাই মঙ্গল।জামাত শিবির মুক্ত বাংলাদেশ চাই।মুক্ত চিন্তার বিকাশ হোক।

৪| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

রাসেল বলেছেন: আওয়ামী ও ভারতীয় দালালরা জামাত শিবির মুক্ত বাংলাদেশ চায়। কিন্তু দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় না।

৫| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪১

ফিনিক্স পাখির জীবন বলেছেন: এই লেখাটা লিখেছিলাম আবু সাঈদ মারা যাবার দু'দিন পরে। বার বার চোখ ঝাপসা হয়ে আসছিল আমার।

৬| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৩

ফিনিক্স পাখির জীবন বলেছেন: এক আবু সাঈদ সহস্র আবু সাঈদের ঘুম ভাঙিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৩

ফিনিক্স পাখির জীবন বলেছেন: জামাত শিবিরমুক্ত বাংলাদেশ আমরাও চাই। মুক্ত চিন্তার বাংলাদেশ চাই। কিন্তু আবু সাঈদের মত সাহস আর দৃঢ়তাও চাই।

৮| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৬

ফিনিক্স পাখির জীবন বলেছেন: রাজনীতিবিদেরা মুখে মুখে দূর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, মনে মনে দূর্নীতি করে নিজের আখের গোছাতে চায়। এটাই বাস্তবতা এদেশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.