নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাক্তার পিঁপড়া দ্যা নিবেদিত প্রাণ

we the medical student are special species of human who are

ডাক্তার পিঁপড়া দ্যা নিবেদিত প্রাণ › বিস্তারিত পোস্টঃ

গাযয়াতুল হিন্দ

১২ ই মে, ২০১৫ রাত ১০:১৮


_________________
.
"পর্যটন ভিসায় ভারতে আসা ও অবস্থানরত দ্বীন ইসলাম প্রচার ও প্রসারের জন্য দাওয়াহর সাথে সংযুক্ত তাবলীগ জাম'আতের সকল বিদেশি মুবাল্লিগদের সে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার।"
.
"ক্রোধে ফুঁসছে মুসলিম উম্মাহ।"
.
.
লক্ষ্যণীয় বিষয়ঃ
__________
.
ইবনে আসীর (রাহিমাহুল্লাহ) তাঁর বিখ্যাত গ্রন্থ "আল কামিল ফীত তারীখ" এ খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন,
.
"ইযা আরা-দাল্লহু শাইআন হাইয়্যা লাহু আসবা-বাহ।"
.
অর্থঃ "যখন মহিমান্বিত আল্লাহ তা'আলা কোন কিছু ঘটাতে চান, তখন তিনি তার জন্য ক্ষেত্র (প্রেক্ষাপট ও কার্যোপকরণ) প্রস্তুত করেন।"
.
.
.
"গাজওয়াতুল হিন্দ” তথা "হিন্দুস্থানের যুদ্ধ" নিয়ে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দু'টি হাদীসঃ
_____________________________
.
(১) রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আজাদকৃত দাস হযরত সাওবান (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, মহান আল্লাহ তা'আলার রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
.
“আমার উম্মাতের দুটি দল এমন আছে, মহান আল্লাহ যাঁদেরকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিয়েছেন। একটি হল তাঁরা, যারা হিন্দুস্থানের সাথে যুদ্ধ করবে। আরেক দল তাঁরা, যাঁরা ঈসা ইবনে মারইয়ামের সঙ্গী হবে।"
.
[সুনানে আন-নাসা'ঈঃ অধ্যায় ২৫ (কিতাবুল জিহাদ), হাদীস ৩১৭৭]
.
.
(২) আবু হুরায়ররা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেনঃ
.
“আল্লাহর রাসুল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের থেকে হিন্দুস্থানের সঙ্গে যুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়েছেন। কাজেই আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই, তাহলে আমি তাতে আমার জীবন ও সমস্ত সম্পদ ব্যয় করে ফেলব। যদি নিহত হই, তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব। আর যদি ফিরে আসি, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাবো।"
.
[সুনানে আন-নাসা'ঈঃ অধ্যায় ২৫ (কিতাবুল জিহাদ), হাদীস ৩১৭৫]
.
.
.
উপমহাদেশের মুসলিমদের উচিত "আপাতঃ বিচ্ছিন্ন ঘটনাগুলো" এর দিকে সতর্ক দৃষ্ট রাখা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ রাত ১০:১৯

ডাক্তার পিঁপড়া দ্যা নিবেদিত প্রাণ বলেছেন: 8-|

২| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৭:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উপমহাদেশের মুসলিমদের উচিত "আপাতঃ বিচ্ছিন্ন ঘটনাগুলো" এর দিকে সতর্ক দৃষ্ট রাখা
ভীষন তাৎপর্যপূর্ণ
তথ্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.