নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মেয়ে থেকে মায়ের জন্মের গল্পগাঁথা, প্রতিদিন নিজের \'ভাল মা\' হয়ে ওঠার চেষ্টার গল্প।

মেয়ে থেকে মা

একজন ডাক্তার মা আমি যে মাতৃত্বের এই রঙ্গিন সময়টাতে সন্তানকে খাঁটি মানুষ করে গড়ে তুলতে চাই আমার পেশাগত জ্ঞ্যান আর স্নেহ মমতার মিশ্রণে

মেয়ে থেকে মা › বিস্তারিত পোস্টঃ

প্রেগন্যান্সিতে মাইগ্রেইন

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩



আমি যখন প্রথমবার মা হতে যাচ্ছিলাম , তখন প্রথম দিকে যাকে ডাক্তারী ভাষায় আমরা বলি 1st trimester , সে সময়ে এক রাতে আমার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হলো । সে এমনই মাথা ব্যাথা, যে ব্যাথায় মনে হচ্ছিল মাথাটা ছিড়ে যাবে, মাথার ভিতরে যে পাশে ব্যাথা সে পাশটা যেন ছিড়ে বাইরে বেড়িয়ে আসবে আর আমি মারা যাবো। এক পর্যায়ে আমি কাঁদতে শুরু করলাম 'আমি মরে যাচ্ছি , প্লিজ আমাকে সবাই মাফ করে দিও!'
যারা ইতিমধ্যেই মাইগ্রেইন নিয়ে নিজের প্রেগন্যান্সির সময়টা ভুগেছেন তারা বুঝে ফেলেছেন যে সে কি ভয়াবহ অনুভূতি!
আজ খানিক মাইগ্রেইন নিয়ে কথা বলি, কেমন?
যাদের আগেও মাথা ব্যাথা হয়েছে তা মাইগ্রেইনের জন্যে হোক বা নাহোক তারা জানেন যে প্রেগন্যান্সিতে এর তীব্রতা বেড়ে যায় । কেন যায় কখনো মনে হয়েছে কি ?
১) কারণ আপনার সোনামণিকে ব্লাড সাপ্লাই দেবার জন্যে পুরো শরীরেই রক্ত প্রবাহ বেশি থাকে যা nerve pathway and brain এও রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়।
২) এসময়ে ঘুম অনিয়মিত হয় আর জানা কথা ঘুমের অভাবে মাইগ্রেইন হোক বা না হোক মাথা ব্যাথা হবেই
৩) stress ও একটি প্রভাবক বটে
কাজেই, প্রেগন্যান্সিতে মাথা ব্যাথায় যদি প্রচন্ড কষ্ট হয় তখন যদি মাথায় রাখতে পারেন 'এমন হওয়াটাও নরম্যাল, আমি সুস্থ হয়ে যাবো'
তবে সেটাও নিজেকে খানিকটা সাহায্য হয়তো করবে।

ধরে নিচ্ছি, যিনি এ লেখাটা পড়ছেন তিনি নিজেকে 'অটো সাজেশন' দিয়ে শান্ত রাখার জন্যে মনস্থির করে ফেলেছেন । এখন আপনার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যখন ব্যাপারটা জানাবেন তখনকার জন্যে কিছু প্রস্তুতি নিয়ে নিতে পারেন আপনি ; আপনার মাথা ব্যাথা সম্পর্কিত কিছু তথ্য মনে করে রাখতে বা লিখে রাখতে পারেন যদি মনে থাকবেন আশংকা করেন
১)মাথা ব্যাথা ঠিক কোথায় হয় মাথার
২) মাথা ব্যাথার সময় বমি পায় কিনা
৩) চোখে ঝাপসা লাগে কিনা
৪) তীব্র আলো, শব্দর উপস্থিতি বা অনুপস্থিতে ব্যাথা বাড়ে বা কমে কিনা
৫)ঠান্ডা বা গরম আবহাওয়ার সাথে বাড়ে বা কমে কিনা
৬) মাথা ব্যাথা কতক্ষণ স্থায়ী হয়
৭)যদি আগে থেকেই মাইগ্রেইন হবার ইতিহাস থেকে থাকে তবে কি ঔষধে তা কমতো তা ডাক্তারকে জানাতে হবে

সব যদি আপনিই করবেন তবে আমি কি করবো ভাবছেন কি? আপাতত এই সাজেশন দিচ্ছি যে অনলাইন বা ফোনে কারো থেকেই ঔষধ নেবেন না , তা আপনার আর আপনার সোনামণির জন্যে ক্ষতিকর হতে পারে।
তবে খাদ্য বিষয়ক অল্প কিছু সাবধানতার কথা বলি,
১) চকলেট বা কফি বা চা অর্থাৎ যাতে ক্যাফেইন আছে তা মাইগ্রেইন বাড়াতে পারে কিন্তু । কাজেই , চা খেয়েও মাথা ব্যাথা না কমে বেড়ে গেলে অবাক হবার কিছুই নেই
২) চাইনিজ খাবার বা অন্য যেকোন খাবারে যাতে টেস্টিং সল্ট ব্যাবহৃত হয় তা খেলেও বেড়ে যেতে পারে মাইগ্রেইন ।

আর কিছু সাজেশন দিতে পারি আমি যা হয়তো আপনার উপকারে আসবে
১) আইসপ্যাক মাথায় দিলে আরাম পাবেন তাতক্ষণিক
২) প্রচুর জলীয় পদার্থ খেলে একটু আরাম পেতে পারেন
৩) ঘুমের পরিমাণটাও একটু বাড়াতে হবে
৪) অন্ধকার বা কম শব্দে আরাম লাগতে পারে

মেয়ে থেকে মা হবার সময়ে সবাই শুধু বলেন 'দারুণ আনন্দের কিছু আসবে জীবনে একটু তো কষ্ট হবেই' , কিংবা 'মা হওয়া নয় মুখের কথা' জাতীয় কথাবার্তা । মা হওয়া অপার্থিব আনন্দের জন্যে কঠিন এক যাত্রা , সে কঠিন সময় মোকাবিলা করার জন্যে ছোটখাট উপায়গুলো জেনে রাখলে হয়তো ঘাবড়ে যাবোনা আমরা , হয়তো আরো সহজ হয়ে আসবে সব কিছু !
এ ভাবনা থেকেই লিখে রাখলাম, আপনাদের কারো যদি কোন উপকারে আসে কৃতজ্ঞ থাকবো সৃষ্টিকর্তার কাছে আমায় এ সুযোগ দেয়ার জন্যে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.