নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুরতে ভালোবাসি। সময়ের অবসরে নিজের ভাবনাকে অক্ষরে প্রকাশ করার চেষ্টা করি।

ধ্রুব বাদল

বাদল

ধ্রুব বাদল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুকে বরণ করার অভিনব ফাঁদ বনাম ব্যবসায়ীক কৌশল...

২৫ শে মে, ২০১৫ রাত ১২:৫৭

বাংলাদেশের মোবাইল ফোন কম্পানির স্বাস্থ্য সেবা দেওয়া প্রসঙ্গে.........

১২৩(মনে করি) ডায়াল করে স্বাস্থ্য সেবা পাওয়া যায় ধুরন্দর মোবাইল কম্পানি থেকে। আমার বন্ধুর পেটে ব্যাথা ফোন করলাম ১২৩ এ (কাল্পনিক)।

ডাক্তারি সেবায় ফোন করার জন্য আপনাবে স্বাগতম। ডাক্তারি সেবা পাওয়ার রেজিস্ট্রেশনের জন্য ১ চাপুন। আর ঢাকার ডাক্তারী সেবার জন্য ১ আর ঢাকার বাইরের ডাক্তারের জন্য ২ চাপুন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে ফ্রি চিকিৎসার জন্য ৩ চাপুন। ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তারের সেবা পাওয়ার জন্য ৪ চাপুন। সবশেষ সলিমুল্লাহ মেডিকেল এর সেবার জন্য ৫ চাপুন। ( এদিক দিয়ে বন্ধুর পেটে ব্যাথায় চিল্লানোতো কান ফেটে যাবার মতো অবস্থা)। বন্ধু এর মধ্য দিয়ে বলে সলিমুল্লাতে যাবো ৫ চাপ দে। তার পর বলে অ্যাম্বুলেন্স সেবার জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে ০ চাপুন।............

এর পর রোগীকে বারান্দায় রাখতে ৯ আর বেডে রাখতে ০ চাপুন। বন্ধু আমার পেটে ব্যাথায় কাহিল। এর পর বলে মাথা ব্যাথা হলে ৭ আর পায়ে হলে ৬ চাপুন। পেটে ব্যাথা হলে ৫ চাপুন। বন্ধু বলে চাপ তাড়াতাড়ি না হলে চলে যাবে। ৫ দিলে বলে আপনি পেটে ব্যাথার জন্য ৫ প্রেস করেছেন আপনাকে ধন্যবাদ।.....

পেটে ব্যাথা কম হলে ১ আর বেশি হলে ২,, ব্যাথা ডান পাশে হলে ৩ আর বাম পাশে হলে ৪ চাপুন। আর ব্যাথা পেটের উপরে হলে ০ নিচে হলে # (হ্যাস) চাপুন। ব্যাথা মাঝে মাঝে হলে ২, ঘনঘন হলে ৯ আর সব সময় হলে ৪ প্রেস করুন। ব্যাথা বংশের কারো থাকলে ৫ না থাকলে ৬ প্রেস করুন। এরই মধ্যে পেটে ব্যাথায় বন্ধু আমার মরে গেছে.....

এবার মৃত্যুর পরের সেবার জন্য আপনি পুনরায় রেজিস্ট্র্রেশন করতে ০ চাপুন যা ভ্যাট সহ ১০ টাকা প্রয়োজ্য। আন্জুমান মফিদুলের সেবার জন্য ১ আর কাফনের কাপড়ের জন্য ২ চাপুন। কাফনের কাপড় দেশি হলে ৩ বিদেশি হলে ৪ চাপুন। জানাজা বাইতুল মোকাররমে করতে ৬ আর জাতীয় ঈদগাহে করতে ৭ প্রেস করুন। দাফনের জন্য পূনরা।য় রেজিস্ট্রেশন করুন একেবারে ফ্রি।

দাফন আজিমপুর হলে ১ আর বানানি হলে ২ প্রেস করুন। বানানি ১ লক্ষ টাকা ভ্যাট সহ শর্ত প্রযোজ্য।

দু:খিত আপনার মোবাইলে ব্যালান্স নেই, দয়া করে রিচার্জ করুন। ধন্যবাদ.......

বি:দ্র :: হয়তো বা এই আধুনিক ব্যবস্থার মায়াজালে না পড়ে একটুখানি সাহায্যের মাধ্যমে তাকে হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যেত একটি তাজা প্রাণ। টাকা গেল জীবন গেলো আর এর বিনিময়ে তারা হাতিয়ে নিলো টাকা। সেবা দেরার নামে কি তাহলে আমাদের জীবন নিয়ে তাদের ব্যবসা নয় ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.