নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের সকাল তাতে কি! তোমার বাড়িই তো যাচ্ছি। যতই শীত লাগুক, গোসলটা সেরে নেয়াই ভালো। অনেকদিন আগের কথা হলেও আজ তা ভেবে শীতে কেঁপে উঠি। সাদা পায়জামা আর লাল রংয়ের পান্জাবিটাতো বেশ পছন্দের ছিলো। সেটা ভেবে এখনও যত্নে তুলে রেখেছি। প্রতিদিন আঙুলের আড়ষ্টতা ভাঙ্গি সেটার উপর হাত বুলিয়ে। আঙুলের ছোঁয়ায় মনে হয় হৃদয়ে সুর তুলে তার আড়ষ্টতা ভাঙে। পরাজিত না হয়ে পারি না মনের কাছে। হারের মধ্যেও যে স্বাদ তা বুঝতে পারি তখন।
তুমিতো এমন ছিলেনা যে, রোজ সকালে তুলসী গাছের গোড়ায় গোসল করে, আদ্র শরীরে ভেজা আঁচল পেচিয়ে তাতে প্রণাম করবে? তবে কোন দৈব টানে তোমায় নিয়ে এমন কল্পনার পটভূমি আঁকলাম। আমার আগমনি বার্তা তোমাকে দিয়েছিলাম না, তাতে কি! ঠিকই তুমি অন্ধকারেও আপনজনের বাতাস যেমন মন ছুঁয়ে যায় তেমনি তোমাকে ছুঁয়েছিলো। তোমার আড়ষ্টতা ভাঙতে হারমনিয়ামের উপর তোমার আঙুলের ছন্দ ও সুর তুলছিলো। ছড়িয়ে পড়ছিলো তা সারা বাড়িতে। ফুলের গন্ধের আগেই সে সুর ঝঙ্কার তুলেছিলো আমার শরীর মনে। অবচেতন মনে দূরত্ব ঘুচিয়ে নিজেকে আবিষ্কার করলাম তোমার দরজার চৌকাঠের উপর।।
তাল, সুর, লয়ের বিভরে আমার অস্তিত্বটুকু পর্যন্ত টের পেলেনা। আমি দাঁড়িয়ে দেখছি সে অপরুপ দৃশ্য। কানে ভেসে আসছে হৃদয়ে ঝড়তোলা সুর। যার মুর্ছনায় আলতো দোল খাচ্ছে হালকা শরীর।
উত্তর দিয়ে মুখ করে আপন মনে গান করছো। আমি দক্ষিণে। অন্ধকারে যদি মনের টানে অস্তিত্ব বোঝা যায় এত কাছ থেকে নয় কেন ? এমন ভাবনাটা আমার ঐ মুহুর্তটার বিচ্ছেদ ঘটালো।
একেবারে নি:শব্দে ঘরে ঢুকলাম। পেছনে তাকিয়ে সুন্দর গ্রীবার মনোহর দৃশ্য চিকচিক করছিলো। মাথার চুলগুলো সুন্দর করে বাধা আর গাঁদাফুলে সজ্জিত। আহ ! সে কি মনোহর দৃশ্য। নি:শব্দে হাটু গেড়ে হাত বাড়িয়ে নতজানু হয়ে বসে......!!!!
ছোট্ট একখানি আয়নার মধ্যে আমাকে আবিস্কার করে অপলক দৃষ্টির ঝরনা পড়লো আমার উপর। এ আবেশে যে শীতের বদলে উঞ্চতা পেলাম।
কোন ভ্রুক্ষেপ না করে আবার হারমনিয়ামের দিকে মনযোগ। কিছু বোঝার আগেই শুধু কানে ভেসে এলো.....শ্রীকান্ত আচার্যের
♫♪কেন দূরে থাক, শুধু আড়াল রাখ
কে তুমি, কে তুমি আমায় ডাক ।।
মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে
সে মধুর স্বপ্ন ভেব নাক !!
মো: আকিদুল ইসলাম
২০ জানুয়ারি ২০১৬
©somewhere in net ltd.