নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযুক্তির বিকাশের সাথে সাথে অনুভূতি প্রকাশের ধরনও পরিবর্তন হয়েছে। অনুভূতির মাত্রায় তার প্রভাব সুস্পষ্ট। সারাদিন পেরিয়ে এক বিকালে সামান্য দেখার হওয়ার অনুভূতি বদলেছে ।
গভীর রাতে লুকিয়ে লুকিয়ে মনভোলানো আর আবেগী চিঠির জায়গা করে নিয়েছে নয়াযোগাযোগ প্রযুক্তি। সময়ের সাথে সাথে অনলাইন নির্ভর নিত্য যোগাযোগে কমছে সেই অনুভূতিগুলো।
একটা সাদাকালো ফটো নিয়ে রাতে হারিকেন বা কুপির আলোয় লুকিয়ে দেখা লাগে না প্রিয়তমর ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমের রুপালী পর্দায় ভেসে বেড়ায় ঝলমলো ছবি। সেীন্দর্য ছাড়িয়ে মুগ্ধতায় চোখ আটকে থেকে। তবে মন নয়!! তারপর এই সময়ের মাঝেও মন থাকে সেই কবে কার সময়ের জন্য। বারবার স্মরণ মনে পড়ে রবীবাবু অপরিচিতা ….নিজেকে হারায় সেই সময়ের মাঝে আর মনে মনে আমিও তাঁর মতো ভাবি যে,
“ সেই ছবি তার কোনো-একটি বাক্সে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক-একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না।
যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলোচুল আসিয়া পড়ে না। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না।”
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
ধ্রুব বাদল বলেছেন: বর্তমানের আবেগতো আরো কঠিন ভাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: কঠিন আবেগ।