নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় .....
তোমার সাথে অনর্গল কথা বলি। তারপরও কথার অভাব আমার চিরন্তর। হৃদয়ের অনেক কথা ভাষায় প্রকাশ করার প্রয়োজন শেষ হয়ে যায়। তুমি খুব রাগ করলে বুঝি? না গো ! বিষয়টা মোটেও এমন না। তবে এটা কেন বলছি শোন..
তোমার কাছে গেলে আমার বাগযন্ত্রের অনেক কিছু অস্পষ্ট হলেও হৃদয়ের তাড়না, ভাবনাগুলো আরো বেশি সচল হয়ে ওঠে। তুমি আমার সকল ভাবনা শুনতে পাও বলে। মুখে বলা লাগে না। শুধু কাছে বসে আমি ভেবে গেলেই হলো। ব্যস! হাজার প্রশ্নের আর আবেগের কথামালা নিয়ে নীরবে বসে রইলেই হলো। তুমি সব বুঝতে পারো। এটা শুধু ভালোবাসার অনুভূতি বিনিময় মাত্র।
শোন! যদি আমার কাঙিক্ষত কথামালা তোমাকে লিখে বোঝানোর মত ক্ষমতা আমার থাকতো, তাহলে ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যথায়, বেদনাভেজা বহিঃপ্রকাশ করে কাজী নজরুল যেমন কাজী মোতাহার হোসেনের কাছে চিঠি লিখেছিলো হয়তো সেরকম করে তোমাকে লিখতাম।
আমার প্রাণের প্রিয় শোন!
মৃত্যুই জীবনের সবচেয়ে বড় ট্রাজেডি নয় ! মৃত্যুর মাধ্যমে জাগতিক সবকিছুর অবসান ঘটে। যার কারনে মানিক বন্দোপাধ্যায়ও বলেছে “রোমিও জুলিয়েটের কোন দাম মানুষের কাছে নেই। জগতে লক্ষ লক্ষ রোমিও জুলিয়েট মরে যাক, কিছু আসে যায় না। কিন্তু ওভাবে ভালোবাসতে বাসতে ওরা মরলো কেন ভেবেই আমাদের চোখে জল আসে। প্রেমের অসমাপ্তিই হলো জীবনের বড় ট্রাজেডি। তাই ওদের প্রেমের জন্য শোক করি, ওদের জন্য নয়।”
তবে আজ শুনে রাখ, আমাদের জন্য না হলেও, আমাদের ভালোবাসা,শ্রদ্ধা আর অব্যক্ত ভালোবাসা বিনিময়ের কথা ভেবে অনেকই শোক করবে।
মানুষ অন্যান্য জড় বস্তুর মতো সীমাবদ্ধ না। তারপরও সাদৃশ্যও কম নয়। ঝরে যাওয়া পাতা পায়ে মাড়িয়ে মড়মড় শব্দের ব্যাথা ভুলবার আগেই নতুন পাতার আনন্দ আর ভালোবসার ভরিয়ে তোলে মনকে। ঝরে যাওয়া ভালোবাসার জায়গায় তেমনি নতুন করে ভালোবাসা জন্মায়।
ভালোবাসার এমন একটা দারুন শক্তি কাজ করে। এতে হৃদয় জয় করার যেমন আনন্দ আছে তেমনি অধিকার হারনোর শোকও কম নয়। তবে আমার অধিকার হারানোর ভয়ে তোমাকে জ্ঞান হারাতে হবে না। তোমার জন্য নিমাই এর কবিতা আমার হৃদয়ে ধারণ করেছি।
“যারা কাছে আছে তারা কাছে থাক,
তারা তো পারে না জানিতে
তাহাদের চেয়ে তুমি কাছে আছ
আমার হৃদয় খানিতে।”
রাগ করো না প্লিজ!
আমি আগেই বলেছি লিখতে পারিনা। তাই তোমাকে উপমা দিয়ে অামার অনুভূতি প্রকাশ করলাম। তাই প্রিয় মতিহারের কাছে লেখা চিঠি দিয়ে সেটা দিলাম।
শুধু তোমার জন্য...
“যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। তোমার ঐ ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু শান্তনা নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্য আমার ! কেন এ কথা বলছি শুনবে? এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার এরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে উঠেনি কেউ।”
তবে আজ বলি তুমি শুধু আমার প্রিয়ই নও..তুমি আমার একমাত্র প্রাণের প্রিয়তমা।
........ইতি........তোমার সাথে অনর্গল কথা বলি। তারপরও কথার অভাব আমার চিরন্তর। হৃদয়ের অনেক কথা ভাষায় প্রকাশ করার প্রয়োজন শেষ হয়ে যায়। তুমি খুব রাগ করলে বুঝি? না গো ! বিষয়টা মোটেও এমন না। তবে এটা কেন বলছি শোন..
তোমার কাছে গেলে আমার বাগযন্ত্রের অনেক কিছু অস্পষ্ট হলেও হৃদয়ের তাড়না, ভাবনাগুলো আরো বেশি সচল হয়ে ওঠে। তুমি আমার সকল ভাবনা শুনতে পাও বলে। মুখে বলা লাগে না। শুধু কাছে বসে আমি ভেবে গেলেই হলো। ব্যস! হাজার প্রশ্নের আর আবেগের কথামালা নিয়ে নীরবে বসে রইলেই হলো। তুমি সব বুঝতে পারো। এটা শুধু ভালোবাসার অনুভূতি বিনিময় মাত্র।
শোন! যদি আমার কাঙিক্ষত কথামালা তোমাকে লিখে বোঝানোর মত ক্ষমতা আমার থাকতো, তাহলে ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যথায়, বেদনাভেজা বহিঃপ্রকাশ করে কাজী নজরুল যেমন কাজী মোতাহার হোসেনের কাছে চিঠি লিখেছিলো হয়তো সেরকম করে তোমাকে লিখতাম।
আমার প্রাণের প্রিয় শোন!
মৃত্যুই জীবনের সবচেয়ে বড় ট্রাজেডি নয় ! মৃত্যুর মাধ্যমে জাগতিক সবকিছুর অবসান ঘটে। যার কারনে মানিক বন্দোপাধ্যায়ও বলেছে “রোমিও জুলিয়েটের কোন দাম মানুষের কাছে নেই। জগতে লক্ষ লক্ষ রোমিও জুলিয়েট মরে যাক, কিছু আসে যায় না। কিন্তু ওভাবে ভালোবাসতে বাসতে ওরা মরলো কেন ভেবেই আমাদের চোখে জল আসে। প্রেমের অসমাপ্তিই হলো জীবনের বড় ট্রাজেডি। তাই ওদের প্রেমের জন্য শোক করি, ওদের জন্য নয়।”
তবে আজ শুনে রাখ, আমাদের জন্য না হলেও, আমাদের ভালোবাসা,শ্রদ্ধা আর অব্যক্ত ভালোবাসা বিনিময়ের কথা ভেবে অনেকই শোক করবে।
মানুষ অন্যান্য জড় বস্তুর মতো সীমাবদ্ধ না। তারপরও সাদৃশ্যও কম নয়। ঝরে যাওয়া পাতা পায়ে মাড়িয়ে মড়মড় শব্দের ব্যাথা ভুলবার আগেই নতুন পাতার আনন্দ আর ভালোবসার ভরিয়ে তোলে মনকে। ঝরে যাওয়া ভালোবাসার জায়গায় তেমনি নতুন করে ভালোবাসা জন্মায়।
ভালোবাসার এমন একটা দারুন শক্তি কাজ করে। এতে হৃদয় জয় করার যেমন আনন্দ আছে তেমনি অধিকার হারনোর শোকও কম নয়। তবে আমার অধিকার হারানোর ভয়ে তোমাকে জ্ঞান হারাতে হবে না। তোমার জন্য নিমাই এর কবিতা আমার হৃদয়ে ধারণ করেছি।
“যারা কাছে আছে তারা কাছে থাক,
তারা তো পারে না জানিতে
তাহাদের চেয়ে তুমি কাছে আছ
আমার হৃদয় খানিতে।”
রাগ করো না প্লিজ!
আমি আগেই বলেছি লিখতে পারিনা। তাই তোমাকে উপমা দিয়ে অামার অনুভূতি প্রকাশ করলাম। তাই প্রিয় মতিহারের কাছে লেখা চিঠি দিয়ে সেটা দিলাম।
শুধু তোমার জন্য...
“যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। তোমার ঐ ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু শান্তনা নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্য আমার ! কেন এ কথা বলছি শুনবে? এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার এরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে উঠেনি কেউ।”
তবে আজ বলি তুমি শুধু আমার প্রিয়ই নও..তুমি আমার একমাত্র প্রাণের প্রিয়তমা।
........ইতি........
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৩
Sabuz Bokaul Srabon বলেছেন: লেখা সুন্দর হয়েছে।